মুসলিম বিদ্বেষের জেরে বাংলাদেশে পুশব্যাক করা ৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত

0
40

বাঙালী মুসলিম বিদ্বেষের জেরে জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করা ভারতের চার মুসলিম নাগরিককে ফেরত নিয়েছে ভারত।

গত ১৬ জুন মুসলিম মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র মুসলিম এবং বাঙালি হওয়ার কারণে তাদের বিরুদ্ধে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে মুম্বাই থেকে আটক করে বিএসএফের মাধ্যমে শিলিগুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ভুক্তভোগীরা হলেন মুর্শিদাবাদের ভগবাঙ্গোলার মাহবুব শেখ, হরিহরপাড়ার নাজিমুদ্দিন মন্ডল, বেলডাঙার মিনারুল শেখ এবং বর্ধমানের মণ্টেশ্বরের মোস্তাফা কামাল শেখ।

ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মুর্শিদাবাদে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। স্থানীয় প্রশাসন প্রত্যেকের নাগরিকত্বের প্রমাণ, সরকারি নথি ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে জরুরি পতাকা বৈঠক করে এবং সমন্বয়ের মাধ্যমে ওই চারজনকে ভারতে ফেরত নেয়ার ব্যবস্থা নেয়।

সব আনুষ্ঠানিকতা শেষে বিজিবি তাদের কোচবিহারে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ভুক্তভোগী মাহবুব শেখ জানান, ‘আমি বৈধ কাগজপত্র দেখিয়েছিলাম, তবুও তারা জোর করে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।’

উল্লেখ্য, গত মে মাসে দখলকৃত কাশ্মীরে প্রশ্নবিদ্ধ সন্ত্রাসী হামলার জেরে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান শুরু করে।

এই হামলাকে অজুহাত বানিয়ে উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকার মুসলিম বিদ্বেষ আরও তীব্র করে তোলে। দেশজুড়ে মুসলিম নিপীড়ন, মসজিদ-মাদরাসা ধ্বংস এবং বাঙালি মুসলিমদের বাংলাদেশে তাড়ানোর প্রক্রিয়া বহুগুণে বেড়ে যায়। শুধু গত এক মাসেই সন্দেহের বশে ২ হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মুম্বাই ও দিল্লি থেকে আটক অনেক মুসলিমকে সমুদ্র পথে বাংলাদেশ সীমান্তে ফেলে আসা হয়, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়।

এছাড়া গত ৮ মে বিজিবি জানায়, ভারতীয় কর্তৃপক্ষের পুশইন করা অন্তত ১২৩ জনকে তারা আটক করেছে, যাদের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিকও ছিলেন, যাদের নাগরিকত্বের যথাযথ প্রমাণ পাওয়া গেছে।


তথ্যসূত্র:
1. Four Indian men mistakenly pushed to Bangladesh return home after WB police submit proof
– https://tinyurl.com/39bkcntu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে শত্রু কনভয়ে ইত্তেহাদুল মুজাহিদিনের হামলা: ১০ শত্রু সেনা নিহত
পরবর্তী নিবন্ধকাশ্মীরে নতুন করে অন্তত ৬৯ হাজার সেনা মোতায়েন করলো দখলদার ভারত