
কাশ্মীরে এবার অল পার্টিস হুররিয়াত কনফারেন্সের এক নেতার পৈতৃক জমি জব্দ করে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করেছে দখলদার ভারতীয় প্রশাসন। রাজনৈতিক প্রতিহিংসা ও মুসলিম নেতৃত্ব দমনই এর পেছনে মূল উদ্দেশ্য বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
গত ১৬ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাওয়ার বালা কালামাবাদ এলাকায় হুররিয়াত নেতা আব্দুল হামিদ লোনের ৩ কানাল ১৯ মারলা আয়তনের কৃষিজমি দখল করে নেয় ভারতীয় রাষ্ট্রীয় তদন্ত সংস্থা এসআইএ। পরে জমিটি ‘সরকারি সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে প্রশাসন।
অবৈধ কার্যকলাপ প্রতিরোধ বিষয়ক ‘ইউএপিএ’ এর মতো দমন-পীড়নমূলক আইনের আওতায় এই সম্পত্তি জব্দ করার কথা জানায় দখলদার কর্তৃপক্ষ, যা বর্তমানে কাশ্মীর সহ ভারতের প্রায় সব জায়গায় এখন নিত্যদিনের ঘটনা। উগ্র হিন্দুত্ববাদী বিজেপির নেতৃত্বাধীন সরকার সাধারণ মুসলিম ও তাদের রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নে বর্তমানে ব্যপকভাবে এই আইন প্রয়োগ করছে।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যে সরকার ও প্রশাসনের ‘ইউএপিএ’ আইন প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে। একে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহারের অভিযোগ এনেছে।
উল্লেখ্য, কানাল ও মারলা ভারত, পাকিস্তান, পাঞ্জাব ও কাশ্মীরের জমি পরিমাপের ঐতিহ্যবাহী একক। ১ কানালে ২০ মারলা ধরা হয়। এলাকা ভেদে এর পরিমাপের তারতম্য রয়েছে। তবে পাকিস্তানি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি মারলায় ২৭২.২৫ বর্গফুট হয়ে থাকে।
তথ্যসূত্র:
1. Indian police attach property of AJK based Kashmiri Hurriyat leader in Kupwara
– https://tinyurl.com/39bzdwap