কাশ্মীরে হুররিয়াত নেতার সম্পত্তি দখলে নিয়েছে দখলদার ভারত

0
43

কাশ্মীরে এবার অল পার্টিস হুররিয়াত কনফারেন্সের এক নেতার পৈতৃক জমি জব্দ করে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করেছে দখলদার ভারতীয় প্রশাসন। রাজনৈতিক প্রতিহিংসা ও মুসলিম নেতৃত্ব দমনই এর পেছনে মূল উদ্দেশ্য বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

গত ১৬ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাওয়ার বালা কালামাবাদ এলাকায় হুররিয়াত নেতা আব্দুল হামিদ লোনের ৩ কানাল ১৯ মারলা আয়তনের কৃষিজমি দখল করে নেয় ভারতীয় রাষ্ট্রীয় তদন্ত সংস্থা এসআইএ। পরে জমিটি ‘সরকারি সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে প্রশাসন।

অবৈধ কার্যকলাপ প্রতিরোধ বিষয়ক ‘ইউএপিএ’ এর মতো দমন-পীড়নমূলক আইনের আওতায় এই সম্পত্তি জব্দ করার কথা জানায় দখলদার কর্তৃপক্ষ, যা বর্তমানে কাশ্মীর সহ ভারতের প্রায় সব জায়গায় এখন নিত্যদিনের ঘটনা। উগ্র হিন্দুত্ববাদী বিজেপির নেতৃত্বাধীন সরকার সাধারণ মুসলিম ও তাদের রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নে বর্তমানে ব্যপকভাবে এই আইন প্রয়োগ করছে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যে সরকার ও প্রশাসনের ‘ইউএপিএ’ আইন প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে। একে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহারের অভিযোগ এনেছে।

উল্লেখ্য, কানাল ও মারলা ভারত, পাকিস্তান, পাঞ্জাব ও কাশ্মীরের জমি পরিমাপের ঐতিহ্যবাহী একক। ১ কানালে ২০ মারলা ধরা হয়। এলাকা ভেদে এর পরিমাপের তারতম্য রয়েছে। তবে পাকিস্তানি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি মারলায় ২৭২.২৫ বর্গফুট হয়ে থাকে।


তথ্যসূত্র:
1. Indian police attach property of AJK based Kashmiri Hurriyat leader in Kupwara
– https://tinyurl.com/39bzdwap

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে নতুন করে অন্তত ৬৯ হাজার সেনা মোতায়েন করলো দখলদার ভারত
পরবর্তী নিবন্ধশোডাউনকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষে দুই পক্ষের গুলিবর্ষণ; আহত ০৩