
ঢাকার পল্টন থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি পটুয়াখালীর কলাপাড়া নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যুগ্ম সম্পাদককে সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়নপত্র দিয়েছে বিএনপি। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, ৫ আগস্টের পর ঢাকার একাধিক থানায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শতাধিক মানুষকে আসামি করা হয়। আসামি তালিকায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের নাম রয়েছে। ওই মামলায় অনেক বিএনপি কর্মীদের নাম থাকায় স্থানীয় বিএনপির নেতারা এটি ঠিক হয়নি বললেও কেউ কেউ এ নিয়ে আদালতে বাদীকে দিয়ে এফিডেফিট কিংবা বিএনপির প্যাডে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে সুপারিশ করে মামলা থেকে অব্যাহতি পেতে চেষ্টা করছে। এতে অনেকে আর্থিকভাবে লাভবান হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৩ ঢাকা পল্টন এলাকায় হত্যাচেষ্টার ঘটনা দেখিয়ে ৮ মে ২০২৫ পল্টন থানায় একটি মামলা দায়ের করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামের মো. বেল্লাল। মামলায় শেখ হাসিনার সঙ্গে ১২৩ জন আসামির মধ্যে ১১৯ নম্বরে নাম রয়েছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. গোলাম রাব্বি খানের।
মামলা দায়েরের পর এ থেকে ৮ জনকে অব্যাহতি দিতে ১২ জুন ২০২৫, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক সক্রিয় বিএনপি কর্মী হিসেবে তাদের প্রত্যয়ন করে। যে তালিকার ৫ নম্বর ক্রমিকে রয়েছে রাব্বি। তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে মামলার বাদী বেলাল হোসেন গণমাধ্যমকে বলেন, যাদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের লোক। বিএনপির কিছু লোক এদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে বিএনপি বলে চালিয়ে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। এটা দুঃখজনক।
তথ্যসূত্র:
১. মামলা থেকে বাঁচাতে ছাত্রলীগ নেতাকে বিএনপির প্রত্যয়ন
– https://tinyurl.com/bdzdjxbc