সামরিক আগ্রাসন চালাতে গিয়ে গাজায় ৪৩১ দখলদার সেনা নিহত ওয়ার কথা স্বীকার করল আইডিএফ

0
135

ফিলিস্তিনের গাজায় আরও এক দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এতে সামরিক আগ্রাসনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩১ জন।

১৬ জুন, সোমবার দক্ষিণ গাজা উপত্যকায় আগ্রাসনের সময় বিস্ফোরক ডিভাইসের আঘাতে সে নিহত হয়। নিহত ওই সেনা সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) রিজার্ভ সদস্য ছিল। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য এসেছে।

দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিহত সৈনিকের নাম সিপিটি তাল মোভশোভিৎজ। ২৮ বছর বয়সী এই সেনা রিউতের ৭০৮৬তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিল।

প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে, একটি ভবনের ভেতরে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে মোভশোভিৎজ নিহত হয়েছে। সর্বশেষ এ মৃত্যুর মাধ্যমে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩১ জনে দাঁড়িয়েছে।


তথ্যসূত্র:
1. IDF reservist killed in southern Gaza
– https://tinyurl.com/4cwb2434

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাবি এলাকায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঝটিকা; ২টি ককটেল বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধদেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ; প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র সন্ত্রাসী আওয়ামীলীগের