
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর কার্যালয়কে ‘টর্চার সেল’ বানিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্লাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান সানজিদ ও রিফাতুল হক শাওনের বিরুদ্ধে। তাদের সঙ্গে শাহ আলী থানার সদস্যসচিব পারভেজসহ আট থেকে দশ জন জড়িত বলে অভিযোগ। দেশ টিভির এক ভিডিও প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ভিডিও ফুটেজ এবং গণমাধ্যমের কাছে ভুক্তভোগীদের দেওয়া সাক্ষাতকার থেকে জানা যায়, অভিযুক্তদের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে মিরপুরে প্রভাব বিস্তার করে। তারা নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এবং বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে প্রভাব খাটায়।
অভিযোগের সত্যতা যাচাইয়ে গণমাধ্যমকর্মীরা মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে, তার ছোট ভাই দাবি করে বদলিসহ বিভিন্ন বিষয়ে তারা চাপ সৃষ্টি করে।
একজন ভুক্তভোগী ব্যবসায়ী জানান, “আমাকে ধরে এনে ইচ্ছামতো মারছে, থাপ্পড় মারছে।”
শুধু বিভিন্ন দপ্তরে নয়, তাদের ত্রাসের রাজত্ব থেকে বাদ পড়ছে না মিরপুরের বিভিন্ন বসতবাড়িও। কিছুদিন আগে হামলার পাশাপাশি তারা লুটপাটও চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যার বিচার চাওয়া তো দূরে থাক, সেই ঘটনা মনে করতেই ভয়ে আঁতকে ওঠেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা গণমাধ্যমকে বলেন, “আমরা মেন্টালি অভিযোগ জানানোর পর্যায়ে নাই। আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চাগুলা এখনো ট্রমার কারণে ঘুমাতে পারে না। ওরা জাস্ট জানতে পারলেই আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির হবে। আপনারা তো দুজনের নাম দিয়েছেন। অসংখ্য লোক রয়েছে এদের সঙ্গে।”
তথ্যসূত্র:
১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল
-https://tinyurl.com/yyrr6p6j