যুদ্ধের নতুন অধ্যায়— ইসরায়েলে হাইপারসনিক ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

1
303

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এবার এই সংঘাতে এক নতুন মাত্রা যোগ করেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা। ১৭ জুন, মঙ্গলবার রাতে ইরান তাদের ‘ফাত্তাহ-১’ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সন্ত্রাসী ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে। এই পদক্ষেপকে দুই দেশের দ্বন্দ্বে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমান যুদ্ধে ফাতাহ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। ফাতাহ ক্ষেপণাস্ত্রটি প্রথম ২০২৩ সালে উন্মোচিত হয়েছিল।

এছাড়া ইসরায়েলে ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে জানিয়েছে জর্ডানের সংবাদমাধ্যম রয়াল নিউজ। ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিবসহ গোটা ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

১৮ জুন, বুধবার সকালের দিকে ইসরায়েলি আকাশে ক্ষেপণাস্ত্রের ধারা স্পষ্ট দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ইরানের হামলায় ইসরায়েলে একটি পার্কিং লটে আগুন ধরে গেছে। এতে পুড়ে গেছে প্রায় ২০টি গাড়ি।

বুধবার ভোরে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, প্রথম প্রজন্মের উন্নত ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করা হয়েছে। এই হামলা ইরানের বার্তা পাঠিয়েছে তেল আবিবের যুদ্ধোন্মাদ, বিভ্রমগ্রস্ত মিত্র যুক্তরাষ্ট্রের কাছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এখন দখলকৃত ভূখণ্ডের আকাশপথে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। সেই অঞ্চলের সাধারণ মানুষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে এখন সম্পূর্ণ অসহায়।’

হামলার কয়েক ঘণ্টা আগেই ইরান একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ফিলিস্তিনি দখলকৃত এলাকায় মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি ভূমিতে আঘাত করছে, আর ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে নিজেই তেল আবিবের ওপর গোলাবর্ষণ করছে, যার ফলে শহরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়।


তথ্যসূত্র:
1. Iran says it has launched Fattah-1 ‘hypersonic’ missile at Tel Aviv
– https://tinyurl.com/ykkmffw7

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিদেশি রিভলবার ও ২৭০ পিস ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা
পরবর্তী নিবন্ধগাজায় একদিনে ১৪৪ ফিলিস্তিনিকে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল