চীন সফরে গেলেন ইমারতে ইসলামিয়ার উপ-প্রধানমন্ত্রী মাওলানা হানাফী

0
104

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী হাফিযাহুল্লাহ গত ১৭ জুন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন। তিনি চীন সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে ‘চীন–দক্ষিণ এশিয়া নবম প্রদর্শনী ও ফোরামে’ অংশ নিতে এই সফর করছেন।

প্রতিনিধি দলে আরও রয়েছেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী মাওলানা নূরউদ্দীন আজিজি হাফিযাহুল্লাহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ ও প্রশাসনিক উপমন্ত্রী ডা. মুহাম্মাদ নাঈম ওয়ারদাক হাফিযাহুল্লাহ। সফরের অংশ হিসেবে মাওলানা হানাফী হাফিযাহুল্লাহ শুধু ফোরামে ভাষণই দেবেন না, বরং চীনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।

চীনে পৌঁছানোর পর সফরের প্রথম দিনেই মাওলানা হানাফী হাফিযাহুল্লাহ চীনের রাষ্ট্রদূত ঝাও শিং ও তার প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত আফগান-চীন দীর্ঘদিনের সুসম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন এবং আফগানিস্তানে চীনা বিনিয়োগকারীদের গভীর আগ্রহের কথা তুলে ধরেন। তিনি জানান, মেস আয়নাক তামার খনি প্রকল্পের খননকাজ খুব শিগগিরই শুরু হবে, যা দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রাষ্ট্রদূত ঝাও শিং আশাবাদ প্রকাশ করে বলেন, ইমারতে ইসলামিয়ার উচ্চপর্যায়ের এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।

জবাবে মাওলানা হানাফী হাফিযাহুল্লাহ বলেন, সফরকালে তারা কেবল রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের সাথেই নয়, বরং চীনের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন। তিনি জানান, এ সফরে ইমারতে ইসলামিয়ার বিভিন্ন খাতে অর্জন তুলে ধরা হবে এবং ৯ম চীন–দক্ষিণ এশিয়া এক্সপোতে অংশগ্রহণকারী দেশগুলোর বিনিয়োগকারীদের সামনে আফগানিস্তানের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরা হবে, যাতে তারা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী হন। এই উদ্যোগ বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, এই সফরের মধ্য দিয়ে আফগানিস্তান ও চীনের মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক ও প্রশাসনিক সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। বিশেষ করে মেস আয়নাক খনি প্রকল্প ও অন্যান্য অবকাঠামোগত খাতে চীনের প্রত্যক্ষ বিনিয়োগ আফগানিস্তানের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে।


তথ্যসূত্র:
1. Mawlawi Abdul Salam Hanafi met with Ambassador of the People’s Republic of China to Afghanistan
– https://tinyurl.com/3shwyred

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৫৮৫ জন নিহত
পরবর্তী নিবন্ধইরান-বিরোধিতা থেকে ইরাক ধ্বংস পর্যন্ত, ৩৩ বছর ধরে একই মিথ্যা সুরে নেতানিয়াহু