ইরান-বিরোধিতা থেকে ইরাক ধ্বংস পর্যন্ত, ৩৩ বছর ধরে একই মিথ্যা সুরে নেতানিয়াহু

0
129

সম্প্রতি আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, দখলদার রাষ্ট্র ইসরায়েলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিন দশকেরও বেশি সময় ধরে একটি বক্তব্য বারবার দিয়ে আসছে যে, ‘ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে।’

১৯৯২ সালে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সদস্য থাকাকালীন প্রথম সে ঘোষণা দেয়, ‘আর তিন থেকে পাঁচ বছরের মধ্যে ইরান পারমাণবিক বোমা বানাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে।’ একই দাবি উঠে আসে তার ১৯৯৫ সালের বই ‘ফিশিং টেরোরিজম’-এ।

২০০২ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেছিল, ইরাক-ইরান দুই দেশই পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে রয়েছে। এরপর যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালালেও সেখানে কোনো গণবিধ্বংসী অস্ত্র খুঁজে পাওয়া যায়নি।

২০০৯ সালে উইকিলিকসে প্রকাশিত এক মার্কিন কূটনৈতিক বার্তায় উঠে আসে, কংগ্রেস সদস্যদের কাছে নেতানিয়াহু বলেছিল, ইরান মাত্র এক-দুই বছরের মধ্যে পারমাণবিক সক্ষমতা অর্জন করবে।

২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কুখ্যাত সেই বোমার কার্টুন দেখিয়ে সে বলেছিল, পরবর্তী বসন্ত বা সর্বোচ্চ গ্রীষ্মের মধ্যেই তারা মধ্য-পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শেষ করে চূড়ান্ত ধাপে প্রবেশ করবে।

এখন, সেই প্রথম ‘সতর্কবার্তার’ ৩৩ বছর পরেও নেতানিয়াহু একই সুর গাইছে, ‘যদি থামানো না হয়, ইরান মাস বা সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে।’

যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান ২০২৫ সালের মার্চে মার্কিন কংগ্রেসে বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না এবং তাদের সর্বোচ্চ নেতা ২০০৩ সালে সেই কর্মসূচি স্থগিত করেছেন।


তথ্যসূত্র:
1. The history of Netanyahu’s rhetoric on Iran’s nuclear ambitions
– https://tinyurl.com/nhe634zr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচীন সফরে গেলেন ইমারতে ইসলামিয়ার উপ-প্রধানমন্ত্রী মাওলানা হানাফী
পরবর্তী নিবন্ধইরানের হামলায় ক্ষয়ক্ষতি গোপন করছে দখলদার ইসরায়েল