ইরান-ইসরায়েল সংঘাতের জেরে আফগান আকাশপথে বিমান চলাচল বেড়েছে পাঁচগুণ

0
126

আফগান আকাশসীমা দিয়ে বিমান চলাচল দৈনিক ৫০টি থেকে বেড়ে ২৮০টি-তে দাঁড়িয়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে গত এক সপ্তাহ আগে ইরান ও ইরাকের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়। ফলে বিমান চলাচলে আফগানিস্তানের আকাশসীমা ব্যবহারে এই বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। ফ্লাইটরাডার২৪ নামে একটি বিখ্যাত ফ্লাইট ট্র্যাকার প্রতিষ্ঠানের গত ১৯ জুনের প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

উক্ত প্রতিবেদন অনুযায়ী, আফগান আকাশসীমায় অবতরণ ছাড়া ফ্লাইটের সংখ্যা প্রায় ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোর হিসেবে এই অঞ্চলে আফগানিস্তানের অবস্থানকে আবারও স্মরণ করে দিয়েছে।

বিমান সংস্থাসমূহ আফগানিস্তান ও সৌদি আরবের আকাশপথকে বিকল্প হিসেবে ব্যবহার করছে। এর আগে আফগান আকাশ পথে বিমান চলাচল বৃদ্ধির বিষয়টি জানিয়েছিলেন ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাগণ।

ইমারতে ইসলামিয়ার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র হেকমতুল্লাহ আসিফি হাফিযাহুল্লাহ জানান, ওভারফ্লাইটের জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করা হচ্ছে। বেসামরিক বিমানের জন্য আফগানের আকাশসীমা সম্পূর্ণ নিরাপদ বলে তিনি নিশ্চিত করেছেন। বিমান সংস্থাসমূহ নিরাপদে আফগান আকাশ পথ ব্যবহার করতে পারবে বলেও তিনি উল্লেখ করেছেন।


তথ্যসূত্র:
1. Afghanistan sees fivefold increase in overflights amid Iran-Israel conflict
– https://tinyurl.com/23xcyysm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় শত্রু বাহিনীর উপর মুজাহিদিনদের হামলা: নিহত ৪ এবং আহত ১৬ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধগাজায় ত্রাণের অপেক্ষারতদের ওপর আবারো বর্বর ইসরায়েলের হামলা, শহীদ ৩৫