মালি || রাজধানী বামাকোর উপকন্ঠে সামরিক ঘাঁটি ও এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে জেএনআইএম

0
105

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা সংশ্লিষ্ট সামরিক শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। দলটির মুজাহিদিনরা মালির রাজধানী বামাকোর উপকন্ঠে তাদের অবস্থান মজবুত করতে শুরু করেছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজধানীর উপকন্ঠে একাধিক সামরিক ঘাঁটি ও এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন দলটির মুজাহিদিনরা।

আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, গত ১৭ জুন মঙ্গলবার সকালেও রাজধানীর বামাকোর উপকন্ঠে হামলা চালিয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এদিন সকলে দলটির মুজাহিদিনরা রাজধানী থেকে মাত্র ৫০ কিলোমিটার উত্তরে জাম্বুগোতে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালান। কুলিকোরো রাজ্যের উক্ত এলাকায় শত্রু সামরিক ঘাঁটিতে মুজাহিদিনরা অতর্কিত আক্রমণ চালানো শুরু করলে জান্তা বাহিনী তাদের ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। এসময় মুজাহিদিনরা জান্তা বাহিনীকে জাম্বুগো এলাকার শেষ সীমানা পর্যন্ত তাড়া করেন।

জান্তা বাহিনীর এই পলায়নের পর ‘জেএনআইএম’ মুজাহিদিনরা জাম্বুগো এলাকা এবং এখানে অবস্থিত জান্তা বাহিনীর সামরিক ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নেন। আর বিজিত এই এলাকাটি রাজধানীর বামাকোর দিকে যাওয়ার প্রধান (RN3) সড়কের পাশে অবস্থিত।

উল্লেখ্য যে, চলতি জুন মাসের ১২ তারিখ সকালেও ‘জেএনআইএম’ মুজাহিদিনরা কুলিকোরো রাজ্যের নারেনা শহরের দক্ষিণে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। মুজাহিদের উক্ত আক্রমণের পর জান্তা বাহিনী এই অঞ্চলে অবস্থিত তাদের সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। সামরিক ঘাঁটিটি রাজধানী বামাকোর নিকটবর্তী হওয়ার পাশাপাশি গিনির সীমান্তের কাছাকাছি অবস্থিত, যেখানে সম্প্রতি চীনা কোম্পানিগুলোর উপর কয়েকটি আক্রমণ চালিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ত্রাণের অপেক্ষারতদের ওপর আবারো বর্বর ইসরায়েলের হামলা, শহীদ ৩৫
পরবর্তী নিবন্ধইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১৭, তিনজনের অবস্থা গুরুতর