
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও জোরালো হামলা চালিয়েছে ইরান। তেহরানের অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর ১৮তম ওয়েভে টার্গেট হয়েছে তেলআবিব। ২১ জুন, শনিবার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দখলদার ইসরায়েলের তেলআবিবের হুলোনে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে বড় ধরণের বিস্ফোরণের সাথে ছড়িয়ে পড়ে আগুন। এ ঘটনায় হতাহতের তথ্য এখনো প্রকাশ করেনি সন্রাসী ইসরায়েল। উত্তরে নেতানিয়া থেকে দক্ষিণে আশদোদ, রাজধানী তেলআবিবসহ মধ্যাঞ্চলে শোনা যায় সাইরেনের আওয়াজ।
এর আগে শুক্রবার দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত ৩৩ জন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। হামলার শিকার হয়েছে দক্ষিণাঞ্চলীয় বীরশেবা শহরও।
তথ্যসূত্র:
1. Tel Aviv district building on fire following latest Iranian missile salvo
– https://tinyurl.com/3fcby4ut