
দখলদার ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা একের পর এক আক্রমণে শত্রু বাহিনীর ঘুম হারাম করে তুলেছে। ২০ জুন, শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলে বিশেষ করে খান ইউনিসের বিভিন্ন স্থানে ইহুদিবাদী দখলদার সেনাদের ওপর সমন্বিত আক্রমণ চালিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ-এর সামরিক শাখা।
ইসলামি প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস জানায়, তাদের বিশেষ ইউনিট পূর্ব খান ইউনিসের আল-জান্নাহ এলাকায় একটি ইহুদিবাদী সামরিক যানবহরকে টার্গেট করে এক জটিল অ্যামবুশ পরিচালনা করেছে। হামলার ভিডিও ফুটেজ তারা নিজস্ব সামরিক মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে।
আল-কাসসাম জানায়, তারা খান ইউনিসের দক্ষিণাঞ্চলের কিজান আন-নাজ্জার এলাকায় দখলদার ইসরায়েলি সেনা জমায়েত এবং সামরিক যান লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে। একই সঙ্গে খান ইউনিসের পূর্বের নীরিম ও আইন হাশলোশা বসতিতে রোজউম নামক স্থানীয়ভাবে তৈরি শক্তিশালী রকেট দ্বারা হামলা চালানো হয়েছে।
এদিকে আল-কুদস ব্রিগেডস জানায়, তারা খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত দখলদার সেনাদের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি স্পেশাল ইউনিট লক্ষ্য করে সমন্বিত হামলা চালিয়েছে। এ হামলায় ব্যবহৃত হয়েছে গাইডেড এন্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র। হামলার টার্গেট ছিল সালাহ আব্দুল গাফুর মসজিদের উত্তরে একাধিক ভবনে অবস্থিত ইসরায়েলি স্পেশাল ফোর্স।
ঘটনাস্থল থেকে প্রতিরোধ যোদ্ধারা নিশ্চিত করেছে, তারা সরাসরি লক্ষ্যভেদে সফল হয়েছে। এতে বিপর্যস্ত ইহুদিবাদী দখলদার বাহিনী হেলিকপ্টার নামিয়ে তাদের হতাহত সেনাদের সরিয়ে নেয়। এ সময় গাজার প্রতিরোধ যোদ্ধারা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়ে এবং দখলদার সেনাদের স্থানান্তরে বাধা সৃষ্টি করে।
ফিল্ড রিপোর্ট অনুযায়ী, এসকল হামলায় দখলদার বাহিনীর একাধিক সদস্য নিহত ও আহত হয়েছে, যা ইহুদিবাদী দখলদার সেনাবাহিনীর মনে ভীতি সৃষ্টি করেছে।
এসকল হামলার মাধ্যমে গাজার সাহসী প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করছেন যে, আধুনিক অস্ত্র, বোমা, বিমান, কিংবা বিশ্বের ইসলামবিদ্বেষী শক্তির কোনো সহযোগিতাই দখলদার ইসরায়েলের শেষ রক্ষা করতে পারবে না।
পশ্চিমা সাম্রাজ্যবাদ, বিশেষত ইসলামবিদ্বেষী মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইহুদিবাদী এই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়িয়ে মানবতাবিরোধী অপরাধে শরিক হচ্ছে, যা ইতিহাসের কালো অধ্যায় হিসেবে থেকে যাবে।
তথ্যসূত্র:
1. Gaza Resistance pounds invading Israeli forces in joint operations
– https://tinyurl.com/57uxr6rt