ভিডিও || রাজস্থানে পুলিশের সামনেই গরু বহনকারী দুই মুসলিমকে মারধর করল হিন্দুত্ববাদীরা

0
50

ভারতে আবারও হিন্দুত্ববাদী কথিত গোরক্ষকদের বর্বরতার শিকার হলেন দুই মুসলিম নাগরিক। গত ১২ জুন রাজস্থানের ঝালাওয়ার জেলায় ‘গৌ পুত্র সেনা’ নামের একটি হিন্দুত্ববাদী গোরক্ষক সংগঠনের সদস্যরা দুই মুসলিমকে গরু বহনের সময় আটকে মারধর করে।

তাদের দাবি ছিল, ওই দুই ব্যক্তি গরু পাচারের সঙ্গে যুক্ত। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই তারা প্রকাশ্যে আইন নিজেদের হাতে তুলে নেয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পুরো ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো হস্তক্ষেপ করেনি; বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গরু বহনকারীদের অধিকাংশই দুগ্ধ খামারের উদ্দেশ্যে বৈধভাবে গরু পরিবহন করে থাকেন। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের ক্ষুদ্র খামারিরা দুধ উৎপাদনের জন্য বিভিন্ন এলাকা থেকে গরু সংগ্রহ করেন। অথচ হিন্দুত্ববাদীরা গোরক্ষা-আবেগকে কাজে লাগিয়ে এই নিরীহ মানুষদের উপর বারবার হামলা চালানো হচ্ছে, যা এক ভয়াবহ প্রবণতায় পরিণত হয়েছে।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:

ভিডিও লিংক: https://archive.org/details/cow-vigilante-group-assaults-two-cattle-transporters-in-jhalawar-rajasthan-21-06-2025


তথ্যসূত্র:
1. Cow vigilante group assaults two cattle transporters in Jhalawar, Rajasthan
– https://tinyurl.com/mvpncuf8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার জন্য অনুদান সংগ্রহ করায় ভারতে ইমামের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধমিসাইলের ভয়ে হার্ট অ্যাটাকে ইসরায়েলি নারীর মৃত্যু