
ইরানের উত্তরাঞ্চলের গিলান প্রদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় চারটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গিলানের আস্তানেহ-ইয়ে আশরাফিয়া শহরে।
গিলান গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে নারী ও শিশুসহ মোট ১৬ জন রয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ইরানের শীর্ষস্থানীয় একজন পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকির নাম রয়েছে।
এদিকে ইরানি গণমাধ্যম এবং সরকারি সূত্র জানিয়েছে, এই হামলার পেছনে সন্ত্রাসী ইসরায়েলের হাত রয়েছে। এমন সময় এই হামলা হলো, যখন ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে।
দখলদার ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে, তারা রাতের বেলায় ইরান থেকে উৎক্ষেপণ করা একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েল তার নাগরিকদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছে এবং সতর্কতা না আসা পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দিয়েছে।
তথ্যসূত্র:
1.Nine killed, 33 injured in northern Iran – official
– https://tinyurl.com/4ww7jtzr