থেমে নেই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরায়েলি হামলা, একদিনে আরও ৮৬ জন নিহত

0
64

দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে আরও ৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। নিহতদের অর্ধেকেরও বেশি ছিলেন ত্রাণের জন্য অপেক্ষারত সাধারণ নাগরিক।

২৫ জুন, বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, অবরুদ্ধ গাজায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৫৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, ২৪ জুন, মঙ্গলবার ভোর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে একাধিক হামলা চালায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে। শুধু এসব এলাকাতেই প্রাণ গেছে ৫৬ জনের। দক্ষিণ গাজার রাফাহ শহরে খাদ্য সংগ্রহে যাওয়া অবস্থায় গুলি করে হত্যা করা হয় ২৭ জনকে।

আল জাজিরা জানায়, এই হত্যাকাণ্ড ঘটেছে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান এসব কেন্দ্রকে আখ্যা দিয়েছেন “মৃত্যু ফাঁদ” হিসেবে।

এদিকে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, গাজার মাঝামাঝি সালাহ আল-দীন সড়কে ত্রাণ নিতে আসা মানুষের ওপর হামলায় ২৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬২ জনের অবস্থা আশঙ্কাজনক।

নুসাইরাত শরণার্থী শিবিরের পাশে আল-আওদা হাসপাতালে নিহতদের মরদেহ এনে রাখা হয়—এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে, যার সত্যতা নিশ্চিত করেছে আল-জাজিরার যাচাইকরণ বিভাগ ‘সানাদ’। একই ধরনের দৃশ্য দেখা গেছে খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সেও।

গাজা শহরের উত্তরাঞ্চল ও রাফাহ এলাকায় ত্রাণ সংগ্রহে আসা আরও বহু মানুষ দখলদার ইসরায়েলি সেনাদের গুলির মুখে পড়েছেন। আল-জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, “আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগ রক্তে সয়লাব হয়ে গেছে, অনেকেই চিকিৎসা না পেয়েই মারা গেছেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসী ইসরায়েলি সেনারা ত্রাণবাহী ট্রাক আসার আগেই গুলি চালাতে শুরু করে। আহমেদ হালাওয়া নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, “এটা ছিল স্পষ্ট গণহত্যা। আমরা পালানোর চেষ্টা করছিলাম, তখনও ড্রোন আর ট্যাংক থেকে গুলি আসছিল।”


তথ্যসূত্র:
1.Israel kills more than 80 people in Gaza, including dozens of aid seekers
– https://tinyurl.com/faxuah6b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলায় ৫ দখলদার ইসরায়েলি সেনা নিহত
পরবর্তী নিবন্ধঅস্ত্র ও মাদক সহ গ্রেফতার ছাত্রদল নেতা