পূর্ব হিরান রাজ্যের গুরুত্বপূর্ণ ৪টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন

0
157

আল-কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সোমালিয়ার পূর্ব হিরান রাজ্যে তীব্র যুদ্ধের মাধ্যমে মোগাদিশু বাহিনী থেকে গুরুত্বপূর্ণ ৪টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রের বরাতে জানা যায়, গত ২৫ জুন বুধবার, পূর্ব হিরান রাজ্যের ইয়াসুমান জেলার উপকন্ঠে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন ও পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর মধ্যে তীব্র লড়াই সংঘটিত হয়েছে। সকাল বেলায় শুরু হওয়া এই যুদ্ধে মোগাদিশু বাহিনী প্রাথমিকভাবে প্রতিরোধ গড়ে তুলার চেষ্টা করে, কিন্তু দুপুরের পর থেকে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে মোগাদিশু বাহিনী। অপরদিকে আশ-শাবাব মুজাহিদিনরা উদ্দীপনার সাথে তীব্র লড়াই চালিয়ে যেতে থাকেন, এতে মোগাদিশু বাহিনীর যুদ্ধের মনোবল ভেঙে পড়ে এবং প্রতি মুহুর্তে হতাহতের সংখ্যা বাড়িতে থাকে।

এমন পরিস্থিতিতে মোগাদিশু বাহিনী সন্ধ্যা নাগাদ ৩টি এলাকা থেকে পালাতে বাধ্য হয়। মোগাদিশু বাহিনীর এই পলায়নে মুজাহিদিনরা ইয়াসুমান জেলার উপকন্ঠের আবধারে, কোসেবল-হুট এবং দিরোয়া এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেন।

সফল এই অভিযানের একদিন পর অর্থাৎ ২৬ জুন বৃহস্পতিবার সকাল থেকে ইয়াসুমান জেলার উপকন্ঠে ফের মোগাদিশু বাহিনী ও আশ-শাবাবের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। মুজাহিদিনরা নতুন আরও এলাকা শত্রু মুক্ত করতে মোগাদিশু বাহিনীর উপর ভারী আক্রমণ চালাতে থাকেন। এতে হতাহত হয় মোগাদিশু বাহিনীর অসংখ্য সৈন্য, অন্যরা জীবন বাঁচাতে দুপুরের পর থেকে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে থাকে। মোগাদিশু বাহিনীর এই পলায়ন শুরু হলে মুজাহিদিনরা বিকাল নাগাদ ইলকাদ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন এবং আরও সামনে অগ্রসর হতে থাকেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yu4e4sdp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে স্মার্টফোন সহ কেন্দ্রে ঢুকল ছাত্রদল নেতা
পরবর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের অবরোধে গাজায় অনাহারে ২ নবজাতক শিশুর মৃত্যু