
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ভারী সামরিক অপারেশন অব্যাহত রেখেছেন ‘জেএনআইএম’ যোদ্ধারা। এসকল অভিযানের মাধ্যমে ‘জেএনআইএম’ মুজাহিদিনরা জান্তা বাহিনীকে হটিয়ে দেশের বিস্তীর্ণ ভূমির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন।
সেই ধারাবাহিকতায় ‘জেএনআইএম’ মুজাহিদিনরা ২৫ জুন বুধবার, বুরকিনা ফাসোর কায়া রাজ্যে একযোগে দুটি সফল অভিযান পরিচালনা করছেন। অভিযানগুলো এদিন সন্ধ্যায় রাজ্যের ফোরগুই এবং পিসিলার এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর ২টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। ঘাঁটিগুলোতে মুজাহিদদের অতর্কিত আক্রমণে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয় এবং অন্যরা জীবন বাঁচাতে সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়।
আয-যাল্লাকা মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, জান্তা বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক ঘাঁটি ২টির নিয়ন্ত্রণ নেন। তবে ঘাঁটিগুলোতে মুজাহিদদের অতর্কিত আক্রমণে কত সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয় নি।
উল্লেখ্য যে, আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা সম্প্রতি কায়া রাজ্যে বুরকিনান জান্তা বাহিনীর উপর ক্রমবর্ধমান চাপ প্রয়োগ করে চলছেন। এই লক্ষ্যে মুজাহিদিনরা রাজ্যটির কেন্দ্রীয় শহরকে ঘিরে ধরতে শহরের উপকণ্ঠে অবস্থিত শত্রু ঘাঁটি ও এলাকাগুলোর উপর নিয়ন্ত্রণ প্রসারিত করছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4vy5m4c7