
যুদ্ধবিধ্বস্ত গাজার একটি চিকিৎসা সহায়তা হাসপাতালের পরিচালক আলজাজিরার এক সাংবাদিককে জানিয়েছেন, গাজায় শিশুদের অবস্থা ক্রমেই খারাপ হয়ে উঠছে। অন্তত ১৭ হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে বলে জানিয়েছেন তিনি।
২৮ জুন, শনিবার আলজাজিরার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আলজাজিরার ওই সাংবাদিককে তিনি আরো জানিয়েছেন, এ বিষয়ে যদি কোনো প্রকার হস্তক্ষেপ না হয় তাহলে পুষ্টিহীনতার কারণে অনেক শিশু মারা যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
চিকিৎসা ব্যবস্থায় সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, ‘কর্মী, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শিশুদের জন্য দুধ ও ওষুধ বর্তমানে জরুরি হয়ে পড়েছে।’
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ১৭ হাজারের বেশি শিশু মারা গেছে বলে জানিয়েছে গাজা সরকারি দপ্তর।
তথ্যসূত্র:
1. مدير الإغاثة الطبية في غزة: 17 ألف طفل في قطاع غزة يعانون من سوء التغذية والأمر يزداد سوءا
– https://tinyurl.com/bddrbvpn