গাজায় ইসরায়েলের মৃত্যুফাঁদ, যায়নবাদী হামলায় আরো ৬২ ফিলিস্তিনি শহীদ

0
58

গাজায় ২৭ জুন, শুক্রবার ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই শহীদদের মধ্যে ছিলেন অন্তত ১০ জন সাধারণ মানুষ, যারা সাহায্য কেন্দ্রের সামনে খাদ্য সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এ তথ্য নিশ্চিত করেছেন।

শহীদদের একটি বড় অংশই ছিলেন বেসামরিক, যাদের একমাত্র ‘অপরাধ’ ছিল—ক্ষুধার তাড়নায় খাবার সংগ্রহের চেষ্টা। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এমন এক সময়ে, যখন গাজায় জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত সহায়তা কার্যক্রম দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত তথাকথিত “Gaza Humanitarian Foundation”।

এই তথাকথিত সহায়তা কেন্দ্রগুলোর আশপাশে ইসরায়েলি সেনাদের গুলিতে সম্প্রতি বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি মানুষ শহীদ হয়েছেন এসব তথাকথিত ‘সহায়তা’ কেন্দ্রে।

আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ‘ডাক্তারস উইদআউট বর্ডারস’ (MSF) এক বিবৃতিতে এই সহায়তা কার্যক্রমকে “মানবিক সহায়তার ছদ্মবেশে গণহত্যা” বলে আখ্যায়িত করেছে। সংস্থাটি জানায় যদি কেউ সহায়তা কেন্দ্রের সামনে আগে পৌঁছায়, সে গুলিবিদ্ধ হয়। যদি ঠিক সময়ে আসে, ভিড়ের চাপে বেড়ার ওপরে উঠলে তাকেও গুলি করে। দেরি করে এলে সে ‘নিষিদ্ধ এলাকা’য় প্রবেশ করেছে বলে —তাকেও গুলি করে।

একদিকে যখন খাদ্য ও পানি সংকটে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে, অন্যদিকে পশ্চিমা বিশ্ব এবং ইহুদিবাদী গোষ্ঠীর মদদে গড়ে উঠা তথাকথিত মানবিক সহায়তা এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।


তথ্যসূত্র:
1.
62 Palestinians killed by Israeli forces, say Gaza rescuers
– https://tinyurl.com/hrba9vjp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় তিন দিনে ১৫ সেনা হারাল দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধঅপুষ্টিতে ভুগছে গাজার অন্তত ১৭ হাজার শিশু