শিল্পখাতে ১৩০টি খাতে পূর্ণ ও ১০০টি খাতে আংশিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইমারতে ইসলামিয়া

0
84

আফগানিস্তান জুড়ে বর্তমানে চলমান শিল্পকারখানার সংখ্যা প্রায় ৬ হাজার। এই কারখানাগুলোর মাধ্যমে ১৩০টি খাতে আফগানিস্তান পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, এছাড়া আরও ১০০টি খাতে আংশিক স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে।

এই সকল কারখানায় প্রায় ৫৭০ ধরনের বিভিন্ন প্রকার পণ্য উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আটা, তেল, লবণ, ওষুধ, লোহা, সিমেন্ট, ইস্পাত, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, ভোগ্যপণ্য এবং অন্যান্য। প্রায় ১ লক্ষ ৩৫ হাজার আফগান নাগরিক প্রত্যক্ষভাবে এই সকল কারখানায় কর্মরত রয়েছেন।

শিল্পখাতকে সমৃদ্ধ করে তুলতে নানাবিধ সুযোগ-সুবিধা সরবরাহ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল:

– দেশের বিভিন্ন স্থানে শিল্পপতিদের জন্য পৃথক জমি বরাদ্দ,
– উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ।
– আমদানিকৃত কাঁচামাল ও যান্ত্রিক পণ্যের উপর শুল্কহার ১ শতাংশে কমিয়ে আনা, এমনকি অনেক ক্ষেত্রে শুল্কমুক্তের ব্যবস্থা রাখা।
– কারখানায় উৎপাদিত পণ্যের চোরাচালান প্রতিরোধ করা।
– আমদানিকৃত যে সকল পণ্যের বিকল্প দেশীপণ্য সহজলভ্য রয়েছে সেগুলোতে উচ্চ মাত্রার শুল্ক আরোপ করা, যেন জনগণ দেশীপণ্য ব্যবহারে উৎসাহিত হয়।
– দেশী শিল্পকে শক্তিশালী করে তুলতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বড় পরিসরের প্রদর্শনীর আয়োজন করা।


তথ্যসূত্র:
1. Afghanistan Achieves Full Self-Sufficiency in 130 Sectors and Partial Self-Sufficiency in 100 Sectors
– https://tinyurl.com/4hduv9mr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅপুষ্টিতে ভুগছে গাজার অন্তত ১৭ হাজার শিশু
পরবর্তী নিবন্ধগাজায় ত্রাণের মধ্যে মাদক মিশিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল!