
দুর্ভিক্ষে প্রতিদিনই যখন নাজুক হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবন, তখন সেই ক্ষুধার্ত জনগণের জন্য বিতরণকৃত ত্রাণে পাওয়া যাচ্ছে মরণঘাতী মাদক!
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মার্কিন ত্রাণ কেন্দ্রগুলোর মাধ্যমে বিতরণকৃত আটার ব্যাগে পাওয়া গেছে ভয়ংকর মাদক অক্সিকোডোন। যা সাধারণত ক্যান্সার রোগীদের জন্য ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এটা অত্যন্ত আসক্তিকর এবং অতিরিক্ত গ্রহণে জীবন হুমকির মুখে ফেলে দিতে পারে।
গাজার সরকারের মিডিয়া অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত চারজন নাগরিকের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যারা সরাসরি আটার ভেতরে এই বড়িগুলো খুঁজে পেয়েছেন। এ বিষয়ে ধারণা করা হচ্ছে, কিছু ওষুধ ইচ্ছাকৃতভাবে পিষে ময়দার মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছে, যাতে সাধারণ গাজাবাসী বুঝতেই না পারে কী খাচ্ছে তারা!
উল্লেখ্য, অক্সিকোডোন একটি শক্তিশালী ওপিওয়েড যা শ্বাসকষ্ট, হ্যালুসিনেশন এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এমন মাদক গোপনে খাদ্যের সঙ্গে মিশিয়ে দেওয়া হলে গাজার মতো সংকটে থাকা অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
গাজার মিডিয়া অফিস জানিয়েছে, এই জঘন্য অপরাধের জন্য দখলদার ইসরায়েলকেই আমরা সম্পূর্ণভাবে দায়ী করি। এটি ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংসের একটি সুপরিকল্পিত নীতি, যা চলমান গণহত্যারই অংশ।
বিবৃতিতে আরও বলা হয়, নাগরিকদের বিরুদ্ধে ‘মাদক’ নামক নরম অস্ত্র ব্যবহারে ইসরায়েল যে ঘৃণ্য কৌশল নিয়েছে, এবং অবরোধ পরিস্থিতিকে পুঁজি করে সহায়তার আড়ালে এসব মাদক পাচার করছে – তা যুদ্ধাপরাধ এবং মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।
তথ্যসূত্র:
1. Gaza authorities say drugs found inside US-dispatched flour bags
– https://tinyurl.com/5n7xtp3e
2. Flour mixed with drugs: A new weapon in the Gaza blockade
– https://tinyurl.com/36sc33x7