গাজায় স্কুল, ত্রাণ বিতরণকেন্দ্রে বর্বর ইসরায়েলি হামলায় শহীদ ৯৫

0
34

গাজায় একটি ক্যাফে, একটি স্কুল এবং ত্রাণ বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়া একটি হাসপাতালে বর্বর ইসরায়েলি হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

৩০ জুন, সোমবারের হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৬২ জনই গাজা সিটি এবং গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা। উত্তর গাজা সিটিতে সমুদ্রের তীরে অবস্থিত আল-বাকা ক্যাফেটেরিয়া নামের একটি ক্যাফেতে ইসরায়েলি হামলায় ৩৯ জন শহীদ হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।

শহীদদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাবও রয়েছেন। আল-বাকা ক্যাফেটেরিয়ায় জড়ো হওয়া নারী ও শিশুরাও নিহত হয়েছেন বলে জানা গেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দখলদার ইসরায়েলি বিমান থেকে সেখানে বোমা ফেলা হয়েছে।

ইয়াহিয়া শরীফ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা লোকজনকে ছিন্নভিন্ন অবস্থায় পেয়েছি। এই জায়গাটি কোনো কিছুর সঙ্গেই সম্পর্কিত না। কোনো রাজনীতি বা কোনো সামরিক সংস্থার সঙ্গে এর সম্পর্ক নেই। জন্মদিনের পার্টিতে শিশুসহ লোকজনে এটি পরিপূর্ণ ছিল। বোমা হামলায় ক্যাফেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে।

গাজা থেকে আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই ওই ক্যাফেতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এই এলাকাটি অনেক আঘাতপ্রাপ্ত এবং বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এখনো অনেক স্থানে রক্তের দাগ রয়ে গেছে।

দখলদার ইসরায়েলি বাহিনী সোমবারও গাজা শহরের ইয়াফা স্কুলে বোমা হামলা চালায়। সেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হামলার আগে সেখান থেকে চলে আসা হামাদা আবু জারাদেহ বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পাঁচ মিনিটের মধ্যে সরে যাওয়া হুমকি দেওয়া হয়েছিল। এরপরেই সেখানে হামলা চালানো হয়।

আবু জারাদেহ বলেন, আমরা জানি না কী করব এবং কোথায় যাব। ৬৩০ দিনেরও বেশি সময় ধরে পুরো বিশ্ব আমাদের হতাশ করেছে। প্রতিদিনই আমাদের চারপাশে মৃত্যু ওৎ পেতে থাকে। গাজার মধ্যাঞ্চলে আল-আকসা হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিল।

এছাড়াও, দক্ষিণ গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন শহীদ হয়েছে। ওই হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. Israel bombs Gaza aid sites, cafe and school, killing 95 Palestinians
– https://tinyurl.com/4whxdazj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুই কাশ্মীরিকে খুন ও একজনকে গ্রেফতার করেছে ভারতীয় সেনারা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের প্রত্যন্ত জেলা থেকে ৫০ টন চেরিফল ভারতে রপ্তানির জন্য প্রস্তুত