ভারতের উত্তরাখণ্ডে মুসলিম যুবকের ধর্মীয় পরিচয় পেয়ে নির্মম মারধর

0
29

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে এক মুসলিম যুবককে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্মমভাবে মারধর করা হয়েছে। আক্রান্ত যুবকের নাম মুইব, তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। গত ২৬ জুন রাতে তিনি হরিদ্বারের গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় উগ্রপন্থী হিন্দুত্ববাদী একদল যুবকের হাতে লাঞ্ছনার শিকার হন।

গত ৩০ জুন ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার রাতে মুইবকে তার নাম জিজ্ঞাসা করা হলে তিনি মুসলিম পরিচয় দেন। এরপরই প্রায় ৮ থেকে ১০ জনের একটি দল তাকে গালিগালাজ করতে শুরু করে এবং একপর্যায়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

পরে আহত মুইবকে প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নেওয়া হলেও, সেখানে পর্যাপ্ত চিকিৎসার অভাবে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা শুরু হলেও অর্থনৈতিক সংকটের কারণে পরদিন তাকে বাড়িতে ফিরিয়ে আনতে হয়। তবে বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা কানখাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে মামলা হলেও, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।


তথ্যসূত্র:
1. Hate Crime: Muslim Youth Brutally Assaulted in Haridwar; No Arrests Yet
– https://tinyurl.com/4824xsbv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের প্রত্যন্ত জেলা থেকে ৫০ টন চেরিফল ভারতে রপ্তানির জন্য প্রস্তুত
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || কাশ্মীরে ভারতীয় বাহিনীর দমন অভিযান, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের ঘরবাড়ি