
চলতি বছরের আলিম পরীক্ষায় বাংলা প্রথমপত্রে শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা একটি প্রশ্ন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলা বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নপত্রে ‘ভরসা হলো, আর দমাতে পারবো না’- শেখ মুজিবের এ বক্তব্যকে উদ্ধৃত করে প্রশ্নটি করা হয়েছে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
প্রশ্নপত্র ঘেঁটে দেখা যায়, ১৫ নম্বর প্রশ্নে উল্লেখ রয়েছে ‘ভরসা হলো, আর দমাতে পারবে না।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ভরসা হওয়ার কারণ?
প্রশ্নের উত্তরের অপশনগুলোর মধ্যে বলা হয় ‘(ক) বাঙালি বুঝেছে তাদের মুখের ভাষা কেড়ে নিতে চায় (খ) একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবরে সারাদেশে হরতাল হয়েছে (গ) ফরিদপুরে রাজবন্দীর মুক্তি চেয়ে স্লোগান হওয়ায় এবং (ঘ) বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেওয়ায়।
মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান গণমাধ্যমকে বলেছেন, প্রশ্নপত্রের বিষয়টি জেনেছি। এ নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমিও আছি। ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। যারা এ প্রশ্নপত্র প্রণয়নে জড়িত তাদের বহিষ্কার করা হবে।
তথ্যসূত্র:
১. আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, তদন্তে ৪ সদস্যের কমিটি
– https://tinyurl.com/5n762rmm