
ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরে জুন মাসে ভারতীয় বাহিনীর পরিচালিত দমনমূলক অভিযানে পাঁচজন মুসলমান নিহত হয়েছেন। কাশ্মীর মিডিয়া সার্ভিসের গবেষণা বিভাগ থেকে ১ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে দুইজনকে ভুয়া বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারতীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় রাইফেল বাহিনী, কেন্দ্রীয় মজুত পুলিশ বাহিনী, বিশেষ অভিযানে নিয়োজিত দল, কাশ্মীরের গোপন নজরদারি বিভাগ, জাতীয় তদন্ত সংস্থা এবং রাজ্য তদন্ত সংস্থার বাহিনী মিলে কাশ্মীরজুড়ে অভিযান চালিয়ে ৪৫ জন বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই রাজনৈতিক কর্মী এবং যুবক।
জুন মাসজুড়ে দখলদার বাহিনী কাশ্মীরের বিভিন্ন স্থানে অন্তত ২১৪টি ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। এসব অভিযানে রাতের বেলায় বাড়ি ঘেরাও, তল্লাশি ও পরিবারের সদস্যদের ভয় দেখানোর মতো ঘটনা ঘটে।
এছাড়া, কাশ্মীরিদের আর্থিকভাবে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বাধীন প্রশাসন ১৯টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে রয়েছে বসতবাড়ি ও কৃষিজমি। বিশ্লেষকদের মতে, এটি ভারতীয় শাসক দলের সেই কৌশলের অংশ, যার মাধ্যমে কাশ্মীরিদের রাজনৈতিক অবস্থান ও স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করার চেষ্টা চলছে।
প্রশাসনের দমনমূলক পদক্ষেপ এখানেই শেষ হয়নি। একই সময়ে চারজন কাশ্মীরি সরকারি কর্মচারীকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Indian forces martyr five Kashmiris in June
– https://tinyurl.com/mu74v52s