ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে শিক্ষার্থীদেরকে অধ্যাক্ষের নোটিশ

0
37

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে বুধবার (২ জুলাই)। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশ নিতে নোটিশ দিয়েছে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর।

মঙ্গলবার (১ জুলাই) সরকারি আজিজুল হক কলেজের ওয়েবসাইটে অধ্যক্ষের সই করা এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। নোটিশটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা।

অনুষ্ঠানটির বিবরণ দিয়ে অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীরের ওই নোটিশে বলা হয়, ‘সরকারি আজিজুল হক কলেজ সংশ্লিষ্ট সকলকে কলেজ শাখার নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২ জুলাই বুধবার সকাল ১১টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনটির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’

অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর বিধি-২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের বা তাদের অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। এছাড়া বিধি-২৫(৩) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী নির্বাচনে প্রচারণা বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করতে পারবেন না।’


তথ্যসূত্র:
১. ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে কলেজ শিক্ষার্থীদের নোটিশ অধ্যক্ষের
– https://tinyurl.com/2r7y75ju

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫; আতঙ্কিত এলাকাবাসী
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ; নারীসহ আহত ৪০