
বরগুনার তালতলীতে পাল্টাপাল্টি কর্মসূচির জেরে উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টার দিকে তালতলী উপজেলা শহরের সদর রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ব্যাপক লাঠিচার্জ করে। সংঘর্ষের সময় শহরে চরম আতঙ্ক বিরাজ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।
জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন ও যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। এর ধারাবাহিকতায় গতকাল (৩০ জুন) আহ্বায়ক শহিদুল হকের বিরুদ্ধে ব্যবসায়ী আবুল কালাম মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে। এতে মামুন-রিয়াজ গ্রুপের নেতারাও উপস্থিত ছিল।
সংবাদ সম্মেলনের পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আহ্বায়ক শহিদুল হকের অনুসারীরা প্রতিবাদ সভা ও মানববন্ধন আয়োজন করে। একই সময়ে মামুন ও রিয়াজের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ মিছিল বের হয়। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
তথ্যসূত্র:
১. বরগুনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
– https://tinyurl.com/5dyf56mu