
যুক্তরাষ্ট্রের ওহাইওর উত্তরপূর্বাঞ্চলে রবিবার সকালে একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হয়েছে। বিমানটিতে দুই ক্রু ও চার যাত্রী ছিল। ইয়ংসটাউন-ওয়ারেন রেজিয়নাল এয়ারপোর্ট থেকে আকাশে ওড়ার সাত মিনিট পর এটি বিধ্বস্ত হয়।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মধ্যেই ভূপাতিত হয়। এতে বিমানে থাকা ছয়জনের সবাই নিহত হয়।
নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং বাকি দুজন ছিলে পাইলট ও কো-পাইলট। নিহতদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ধনাঢ্য শিল্পপতি জেমসে জিম ওয়েলার ও তার পরিবারের তিন সদস্য।
স্থানীয় সময় সকাল সাতটা এক মিনিটে কিং গ্রেভস রোডে দুর্ঘটনা সংক্রান্ত একটি কল পায় ওহাইও স্টেট হাইওয়ে প্যাট্রল। বিমানবন্দর থেকে দুই মাইল পূর্বে হাউল্যান্ড টাউনশিপের কাঠ গাছবেষ্টিত এলাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
কর্মকর্তারা জানায়, বিমানটি মন্টানার বোজম্যান এলাকার দিকে যাচ্ছিল।
ওয়েস্টার্ন রিজার্ভ পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক অ্যান্থনি ট্রেভেনা রবিবার সংবাদ সম্মেলনে জানায়, দুর্ঘটনার পর কেউই বেঁচে নেই। খবর পেয়ে প্রাথমিক সাড়াদানকারীরা বিধ্বস্ত বিমান থেকে দেহগুলো উদ্ধার করে। দেহগুলোকে করোনারের কার্যালয়ে রাখা হয়েছে। স্বজনদের তথ্যের ভিত্তিতে এগুলো শনাক্ত করা হবে।
তথ্যসূত্র:
1. Wealthy steel magnate and family killed when their plane crashed in Ohio moments after takeoff
– https://tinyurl.com/4nx8nfc3
2. Wealthy steel tycoon and his family killed in horror plane crash
– https://tinyurl.com/mw83es9c