ইসিও-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান গিয়েছেন মোল্লা আব্দুল গণী বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ

0
106

ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইসিও)-এর ১৭তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজারবাইজান সফরে গেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণী বারাদার আখুন্দ (হাফিযাহুল্লাহ)।

গত ১ জুলাই আফগান উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মোল্লা বারাদারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজারবাইজানে পৌঁছেছেন। ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিতব্য ইসিও সম্মেলনে তারা আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করবেন।

এ সফরে আফগান প্রতিনিধি দলটি আজারবাইজানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বৈঠক করবেন বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইসিও একটি আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা, যা মধ্য ও দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলন বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে সমন্বিত উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


তথ্যসূত্র:
1. د غړو هېوادونو د مشرانو په اوولسمه ناسته کې د ګډون په موخه اذربایجان هېواد ته ورسېد
– https://tinyurl.com/mt8538xz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের মুম্বাইয়ে ১,৫০০টি ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার সরিয়ে দিল পুলিশ
পরবর্তী নিবন্ধ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ১,০০০ ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদিবাদী ইসরায়েল