পশ্চিম তীরে কিন্ডারগার্টেন থেকে ৭০ শিশুকে আটক করেছে দখলদার ইসরায়েল

0
25

দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি শিশুকে আটক করেছে।

ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ৭০ জনেরও বেশি শিশু গ্রীষ্মকালীন একটি আয়োজনে যোগ দেওয়ার সময় হেবরনের অবরুদ্ধ এলাকায় শুহাদা স্ট্রিট কিন্ডারগার্টেনে দখলদার বাহিনী হামলা চালায়।

প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী কিন্ডারগার্টেনে বেশ কয়েকজন কর্মীকেও আটক করে এবং তাদের ফোন ভেঙে দেয়। যার ফলে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যখন গ্রীষ্মকালীন শিশু ক্যাম্প চলছিল, তখন হঠাৎ করে দখলদার ইসরায়েলি সেনারা সেখানে ঢুকে পড়ে। ক্যাম্পটির মূল উদ্দেশ্য ছিল অবরুদ্ধ ও হতাশাগ্রস্ত শিশুদের কিছু আনন্দ দেওয়া।

এই প্রতিষ্ঠানগুলো শিশুদের একটি নিরাপদ স্থান, যেখানে তারা কিছুটা নির্মল সময় কাটানোর সুযোগ পায়। এখন সেটিকেই লক্ষ্য বানিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে স্পষ্টতই বোঝা যায়—ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল শুধু ভূখণ্ড নয়, শিশুদের নিষ্পাপ শৈশব পর্যন্ত কেড়ে নিতে চায়।

এই কিন্ডারগার্টেনটি হেবরনের “H2” এলাকাতে অবস্থিত। অঞ্চলটি দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলের নিয়ন্ত্রণে। এখানে প্রতিরাতেই কারফিউ, প্রবেশ ও বাহিরের সময় নির্ধারিত করে দেয় সেনারা। ফিলিস্তিনিদের স্বাভাবিক চলাফেরার সুযোগ নেই।

বিশ্লেষকদের মতে, শিশুদের আটক করে ইসরায়েল মূলত পরবর্তী প্রজন্মের মধ্যেও ভয় ঢুকিয়ে দিতে চায়। এটি একটি গভীর মানবাধিকার লঙ্ঘন। অথচ, তথাকথিত “মানবাধিকার রক্ষাকারী” পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ আজ রহস্যজনকভাবে নীরব।

এই বর্বর হামলা প্রমাণ করে—ইসরায়েল কেবল একটি দখলদার রাষ্ট্রই নয়, বরং একটি ইহুদিবাদী সন্ত্রাসী শক্তি, যারা ফিলিস্তিনি শিশুদের শৈশব, শিক্ষা, মানসিক স্থিতি—সবকিছু ধ্বংস করতে চায়। এমন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে অব্যাহতভাবে সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ইসলাম বিদ্বেষী প্রশাসনগুলো, যারা মুখে “মানবাধিকার” বললেও বাস্তবে ইসরায়েলি বর্বরতার পৃষ্ঠপোষক।


তথ্যসূত্র:
1. Israeli forces storm Hebron kindergarten, withhold nearly 70 Palestinian children
– https://tinyurl.com/mrymuh3m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে নাহর-ই-সিরাজ খাল পুনর্বাসন মেগাপ্রকল্প উদ্বোধন, ২৪ হাজার হেক্টর সেচ সম্প্রসারণের সম্ভাবনা
পরবর্তী নিবন্ধগাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক কে শহীদ করল সন্ত্রাসী ইসরায়েল