আফগানিস্তানে নাহর-ই-সিরাজ খাল পুনর্বাসন মেগাপ্রকল্প উদ্বোধন, ২৪ হাজার হেক্টর সেচ সম্প্রসারণের সম্ভাবনা

0
38

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলায় নাহর-ই-সিরাজ খাল পুনর্বাসন প্রকল্পের প্রাথমিক পর্যায় উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়ার পানি ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার পানি ও জ্বালানী বিষয়ক মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ এবং প্রাদেশিক গভর্নর মোল্লা আব্দুর রহমান মুসলিম হাফিযাহুল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্যের সময় প্রদেশে পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং কৃষিকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে প্রকল্পের তাৎপর্য তুলে ধরেন মন্ত্রী মনসুর হাফিযাহুল্লাহ। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে খালটিতে পানি প্রবাহ পুনরায় স্বাভাবিক হয়ে উঠবে। ফলে এটির উপর নির্ভরশীল কৃষক এবং বিভিন্ন পেশার নাগরিকদের প্রয়োজন পূরণ হবে।

ইমারতে ইসলামিয়ার অর্থায়নে এবং জাতীয় উন্নয়ন কোম্পানির সাথে ২৭ কোটি ৫৮ লক্ষ আফগানি অর্থের চুক্তির আলোকে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ২০০ মিটার বাঁধ নির্মাণ, ৬৫০ মিটার খালের পুনর্বাসন ও সুরক্ষিত করণ, ড্রেজিং কার্যক্রম, নদীর তলদেশ শক্তিশালীকরণ, গার্ড হাউস ও কন্ট্রোল গেট স্থাপন। সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নে ২ বছর সময়সীমা নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য যে, নাহর-ই-সিরাজ খালের আওতায় ২৪ হাজার হেক্টর কৃষি জমিতে সেচের পানি সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে অন্তত ৩টি জেলার স্থানীয় বাসিন্দাগণ উপকৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Nahr-e-Saraj Canal construction begins in Helmand
– https://tinyurl.com/59v5bccu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী: তরুণদের প্রযুক্তিগত বিকাশে ইমারতে ইসলামিয়ার সমর্থন
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে কিন্ডারগার্টেন থেকে ৭০ শিশুকে আটক করেছে দখলদার ইসরায়েল