গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক কে শহীদ করল সন্ত্রাসী ইসরায়েল

0
21

০২ জুলাই, বুধবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান শহীদ হয়েছেন। গাজা সিটির নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনি শহীদ হন। এ হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডা. সুলতান ছিলেন এক নিবেদিত চিকিৎসক, যিনি যুদ্ধের কঠিন সময়ে মানবিকতার প্রতীক হিসেবে কাজ করেছেন। তাকে হত্যা ‘চিকিৎসা খাতের বিরুদ্ধে বর্বরোচিত অপরাধ’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

নিহত ডা. সুলতানের মেয়ে লুবনা আল-সুলতান বলেন, ‘একটি এফ-১৬ যুদ্ধবিমান সরাসরি তার ঘরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বাড়ির অন্য সব ঘর অক্ষত থাকলেও কেবল তার ঘরটিই সম্পূর্ণ ধ্বংস হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি শুধু যুদ্ধকালে রোগীদের পাশে দাঁড়াতেন।‘

এদিকে গাজার খান ইউনিসের কথিত ‘নিরাপদ এলাকা’ আল-মাওয়াসির একটি তাঁবুতে বিমান হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল। এতে কমপক্ষে পাঁচজন শহীদ, আহত হয়েছেন আরও অনেকে— যাদের মধ্যে শিশুরাও ছিল।

মাহা আবু রিজক নামে শহীদদের এক স্বজন বলেন, ‘তারা ভেবেছিল এখানে নিরাপদে থাকবে। কিন্তু মারা গেল। তারা কী দোষ করেছিল?’


তথ্যসূত্র:
1. Gaza hospital director killed in Israeli strike, Hamas-run health ministry says
– https://tinyurl.com/3kcb8vpu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে কিন্ডারগার্টেন থেকে ৭০ শিশুকে আটক করেছে দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধগাজায় এক দখলদার ইসরায়েলি সেনা নিহত, আহত আরও ৩