গাজায় এক দখলদার ইসরায়েলি সেনা নিহত, আহত আরও ৩

0
36

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। ০২ জুলাই, বুধবার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী এ তথ্য স্বীকার করেছে।

নিহত দখলদার এই সেনার নাম সার্জেন্ট ইয়ানিভ মিখালোভিচ। সে সপ্তম সাঁজোয়া বিগ্রেডের ৮২ নং ব্রিগেডের ট্যাংক ক্রু ছিল।

দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, মিখালোভিচ উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে। ওই হামলায় এক ট্যাংক কমান্ডার এবং একই ব্যাটালিয়নের অপর এক সেনা গুরুতর আহত হয়।

এদিকে প্রতিরোধ যোদ্ধাদের অন্য আরেকটি হামলায় কমান্ডো ব্রিগেডের ইগোজ ইউনিটের এক সদস্য গুরুতর আহত হয়।

গত ৩০ জুলাই, সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে সংবাদমাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৮৮০ জন দখলদার ইসরায়েলি সেনা এবং আহত হয়েছে আরও ৫ হাজার ৮৪৪ জন। এখন এ সংখ্যা আরও একজনে বেড়ে ৮৮১ জনে পৌঁছেছে।


তথ্যসূত্র:
1. Soldier killed in northern Gaza, 3 others seriously hurt; rockets fired at Sderot
– https://tinyurl.com/ypxjemzx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক কে শহীদ করল সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধ“বিশ্ব সন্ত্রাসের যৌথ প্রকল্প”: ইসরায়েল-মার্কিন অস্ত্র চুক্তির আড়ালে ফিলিস্তিনি গণহত্যা