
আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরের রাস্তা থেকে শতাধিক পথশিশুকে স্কুলে ভর্তি করানোর উদ্যোগ বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। ইমারতে ইসলামিয়ার শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক প্রাদেশিক বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
উক্ত বিভাগের মুখপাত্র জানান, জালালাবাদ শহরের রাস্তায় থাকা ৪৫০ জন পথশিশুকে স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এই শিশুরা ইতোপূর্বে ভিক্ষাবৃত্তি, আবর্জনা সংগ্রহ ও অন্যান্য কায়িক শ্রমের সাথে জড়িত ছিল। আনুষ্ঠানিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার পূর্বে তাদের জন্য ৬ মাসের সহায়তা ও রূপান্তর কর্মসূচি’র ব্যবস্থা করা হয়েছিল।
তিনি আরও জানান, এই শিশুরা রাস্তার কঠিন পরিস্থিতি ও প্রতিকূল পরিবেশে জীবন অতিবাহিত করছিল। তবে বর্তমানে তারা একটি উজ্জ্বল ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গঠনের পথে যাত্রা শুরু করেছে।
শিক্ষা কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে কর্মসূচি চলাকালীন প্রত্যেককে মাসিক ১২৭০ আফগানি করে ভাতা প্রদান করা হয়েছে।
উদ্যোগটি গ্রহণের অন্যতম উদ্দেশ্য হল শিশু শ্রম ও নির্যাতন রোধ করা, একই সাথে একটি সুস্থ, সচেতন ও উৎপাদনশীল প্রজন্ম গড়ে তোলা।
তথ্যসূত্র:
1. Hundreds of Working, Begging Children Enrolled in Schools in Nangarhar
– https://tinyurl.com/2ymdz9db