আসামে গরু জবাই ও মাংস বিক্রির বিরুদ্ধে তল্লাশি অভিযান, ১৯৬ মুসলিম গ্রেফতার

0
20

আসামজুড়ে গরু জবাই ও গরুর মাংস বিক্রির বিরুদ্ধে বড় পরিসরের অভিযান শুরু করেছে হিন্দুত্ববাদী প্রশাসন, যার ফলে অন্তত ১৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালানো জেলার মধ্যে রয়েছে ডিব্রুগড়, কামরূপ, নগাঁও, কোকরাঝাড়, মরিগাঁও, দরং এবং হোজাই।

গত ০২ জুলাই মাকতুব মিডিয়া জানায়, রাজ্যের বিভিন্ন জেলায় ১১২টি খাবারের দোকানে অভিযান চালিয়ে পুলিশ ১,০৮৪ কেজি গরুর মাংস জব্দ করেছে। আসাম পুলিশ অভিযানের বিষয়টি স্বীকার করে বলেছে, এ ধরনের অভিযান আরও চলবে।

উল্লেখ্য যে, আসামে গরুর মাংস খাওয়া আইনত অপরাধ নয়, তবে হিন্দুত্ববাদী প্রশাসন ২০২১ সালে একটি আইন জারি করে নির্দিষ্ট এলাকায় গরু জবাই ও মাংস বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করে। এবং হিন্দু, জৈন, শিখ অধ্যুষিত এলাকা, মন্দির, সত্র ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পাঁচ কিলোমিটারের মধ্যে গরু জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করে।

এছাড়াও রাজ্যের অভ্যন্তরে গবাদি পশু পরিবহনের ওপরও কঠোর নিয়ম নীতি চালু করেছে। তবে, হিন্দুত্ববাদী প্রশাসন এ আইনের অজুহাতে মুসলিমদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। গত ঈদুল আজহার সময় আসামের বিভিন্ন জেলায় গরুর হাড়গোড় পাওয়া যাওয়াকে কেন্দ্র করে ১৫০ জনের বেশি মুসলিমকে গ্রেফতার করেছিল পুলিশ।

এছাড়াও, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ২০২৪ সালের ডিসেম্বরে রেস্তোরাঁ ও মুসলিমদের সামাজিক অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল, তবে তা কার্যকর করতে এখনো কোনও আনুষ্ঠানিক আইন সংশোধন হয়নি।


তথ্যসূত্র:
1. Assam: Nearly 200 held, over 1,000 kg of suspected meat seized in raids; CM praises action with Islamophobic tone
– https://tinyurl.com/2ptjxsce

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ১১১ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের যৌথ আক্রমনে বেসামাল দখলদার ইসরায়েলি বাহিনী