ভারতের দখলকৃত কাশ্মীরের কারাগারে মুসলিমদের উপর অমানবিক নির্যাতন

0
55

ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন কারাগারে বন্দী কাশ্মীরি রাজনৈতিক কর্মী ও যুবকরা চরম অমানবিক আচরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতন, চাঁদাবাজি, ধর্মীয় নিপীড়ন এবং চিকিৎসা অবহেলার মতো ঘটনার অভিযোগ ক্রমেই বাড়ছে।

গত ২ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দোয়াবগাহ সোপোরের বাসিন্দা এবং বারামুল্লা সাব-জেলের ইনচার্জ বরকত দার দীর্ঘদিন ধরে বন্দীদের পরিবারের কাছ থেকে ঘুষ আদায় ও দুর্ব্যবহার করে আসছে। অভিযোগ রয়েছে, সে দরিদ্র ও স্বাধীনতাকামী কাশ্মীরি পরিবারের নারীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করে এবং তাদের ফোন নম্বর দিতে চাপ দেয়।

একাধিক পরিবার জানিয়েছে, প্রিয়জনের সঙ্গে মাত্র একটি সাক্ষাতের সুযোগ পাওয়ার জন্য তাদের গয়না কিংবা গবাদিপশু বিক্রি করতেও বাধ্য হতে হয়েছেন।

জানা গেছে, বরকত দারের পরিকল্পনায় ৩০০-রও বেশি কাশ্মীরি যুবককে বারামুল্লা থেকে জম্মু অঞ্চলের কোট ভালওয়াল, আমফালা, পুঞ্চ, রাজৌরি ও উধমপুরের মতো দূরবর্তী কারাগারে পাঠানো হয়েছে। এতে বন্দীদের পরিবারগুলোর আর্থিক ও মানসিক দুর্ভোগ চরমে উঠেছে।

পুঞ্চ জেলার বন্দীরা জানান, ডিএসপি খালিদ আমিন মুসলিম বন্দীদের ধর্মীয় অনুশীলনে বাধা দিচ্ছে। অভিযোগ রয়েছে, সে বন্দীদের জোর করে দাড়ি কাটাতে বাধ্য করছে এবং কারাগারে কুরআন তেলাওয়াত নিষিদ্ধ করেছে। হুরিয়ত কর্মী জিয়া মুস্তাফার হেফাজতে মৃত্যুতেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।

জম্মুর কোট ভালওয়াল জেল থেকে উঠে এসেছে চিকিৎসা অবহেলার মর্মান্তিক চিত্র। বিজেপি-ঘনিষ্ঠ মেডিকেল অফিসার পালি থাপার বিরুদ্ধে অভিযোগ, সে রাজনৈতিক বন্দীদের চিকিৎসা না দিয়ে তাদের উপর রাজনৈতিক বিশ্বাস ত্যাগ করার চাপ প্রয়োগ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত দুই বছরে চিকিৎসার অভাবে আটজন বন্দীর মৃত্যু হয়েছে। চিকিৎসা না পেয়ে আরও অনেক বন্দী গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে। সম্প্রতি রিয়াসির এক বন্দী জেলে মারা যান এবং আরেকজন, মুহাম্মদ আইয়ুব মীর, বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।


তথ্যসূত্র:
1. Human rights violations, brutal conditions of prisoners in IIOJK jails: report
– https://tinyurl.com/mrbw8exp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || মুহাররম ১ম সপ্তাহ, ১৪৪৭ হিজরি ||
পরবর্তী নিবন্ধমালি || ১৫০০ কিলোমিটার এলাকা জুড়ে আল-কায়েদার ব্যাপক আক্রমণ: লক্ষ্যবস্তু ১০টি শহর ও ৪টি শিল্প এলাকা