পূর্ব হিরান রাজ্যে আশ-শাবাবের অগ্রগতি অব্যাহত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২টি এলাকা বিজয়

0
170

সোমালিয়ায় আশ-শাবাব মুজাহিদিনের কাছে একের পর এক শহর ও এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে পশ্চিমা মদদপুষ্ট মোগাদিশু সরকার, যার ধারাবাহিকতায় মোকোকোরি শহরের উপকণ্ঠে নতুন করে আরও ২টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৩ জুলাই সকালে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের একটি দল পূর্ব হিরান রাজ্যের মোকোকোরি জেলার উপকণ্ঠে অবস্থিত এলাকাগুলোর দিকে অগ্রসর হতে শুরু করেন। শাবাব যোদ্ধাদের এই অগ্রসরের সংবাদ পাওয়া মাত্রই ভীতসন্ত্রস্ত মোগাদিশু সৈন্যরা মোকোকোরি জেলার অন্তর্গত গুমারে এবং জাগারে এলাকাগুলি ছেড়ে পালিয়ে যায়।

মোগাদিশু বাহিনী ও তাদের সমর্থনকারী গুরগুর্ত মিলিশিয়া বাহিনী এলাকাগুলি থেকে পালিয়ে যাওয়ার পর আশ-শাবাব মুজাহিদিনরা কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই নিরাপদে উভয় এলাকার নিয়ন্ত্রণ নেন। মুজাহিদিন কর্তৃক বিজিত গুমারে এলাকাটি মোকোকোরি শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত, আর জাগারে এলাকাটি প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

উল্লেখ্য যে, পূর্ব হিরানের ফ্রন্টলাইনে সংঘটিত লড়াইয়ে খারাপভাবে পরাজিত হওয়ার কারণে মোগাদিশু বাহিনীতে ব্যাপক অস্থিতিশীলতা এবং মৃত্যুর ভয় গভীরভাবে ঢুকে গেছে। ফলে কোনো এলাকায় আশ-শাবাবের অগ্রসরের সংবাদ পাওয়া মাত্রই মোগাদিশু বাহিনী এলাকা ছেড়ে পালিয়েছে যাচ্ছে। এতে বিনা যুদ্ধেই মুজাহিদিনরা বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছেন, আর এই নিয়ন্ত্রণ ধীরে ধীরে হিরান অঞ্চলের একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হচ্ছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/5n75pvcw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || কেরালায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, হিন্দুদের পাত্র থেকে পানি পান করাই ছিল অপরাধ
পরবর্তী নিবন্ধবিচার বিভাগ ইসলামী ব্যবস্থার একটি গুরুত্বপূর্ন স্তম্ভ: আমীরুল মু’মিনীন