দখলদার ইসরায়েলি বাহিনীর কমান্ড-কন্ট্রোলের সদর দপ্তরে যৌথ হামলা, বিধ্বস্ত ট্যাংক

0
99

গাজার দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একযোগে হামলা চালিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী। সাম্প্রতিক এসব অভিযানে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর যানবাহন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, মর্টার শেল, ভূমিমাইন ও অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করেছে আল-কুদস ব্রিগেড, আল-কাসসাম ব্রিগেড, শহিদ আবু আলি মুস্তফা ব্রিগেড এবং আল-আকসা শহীদ ব্রিগেড।

আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তারা খান ইউনিস শহরের উত্তরে অবস্থিত খদরা মসজিদের কাছাকাছি দখলদার সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টারে ১০৭ টাইপ রকেট নিক্ষেপ করেছে। এই হামলায় তারা সরাসরি লক্ষ্যভেদে সফল হয়েছে। একই সঙ্গে শহিদ আবু আলি মুস্তফা ব্রিগেডের সঙ্গে যৌথভাবে তারা খান ইউনিসের পশ্চিম সাতার এলাকার একটি সড়কে অবস্থানরত দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছে।

এর বাইরে, গাজা শহরের শুজাইয়া এলাকায় একটি জটিল অভিযানে আল-কুদস ব্রিগেড প্রথমে একটি মাইন বিস্ফোরণের মাধ্যমে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহনকে থামিয়ে দেয়। এরপর আশেপাশের ঘরে আশ্রয় নেওয়া সৈন্যদের উপর গাইডেড ক্ষেপণাস্ত্র, অ্যান্টি-ফর্টিফিকেশন শেল এবং পরে সরাসরি হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয় বলে তারা জানিয়েছে। ওই এলাকায় উড়ন্ত অবস্থায় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোনও তারা দখলে নিয়েছে।

শাখা আল-কাসসাম ব্রিগেডও খান ইউনিসে একটি ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ার লক্ষ্য করে ‘ইয়াসিন ১০৫’ শেল নিক্ষেপ করে। এতে যানবাহনটিতে আগুন ধরে যায় এবং হতাহতদের সরিয়ে নিতে ঘটনাস্থলে হেলিকপ্টার অবতরণ করে। একই সঙ্গে তারা ল্যান্ডমাইন ব্যবহার করে একটি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে বলে জানিয়েছে। এছাড়া তারা গাজা সীমান্তবর্তী ইসরায়েলি বসতি নির ইৎজহাক এবং মিভতাচিমেও রকেট হামলা চালিয়েছে।

এদিকে আল-আকসা শহীদ ব্রিগেড জানিয়েছে, তারা একটি উচ্চমাত্রার বিস্ফোরকের সাহায্যে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যান ধ্বংস করেছে। আর আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তারা সডেরোটে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজা থেকে সডেরোট লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে।

এইসব হামলা পরিচালিত হয়েছে চলমান অভিযানের অংশ হিসেবে। প্রতিরোধ যোদ্ধারা বলছে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা ইসরায়েলি দখলদার সেনাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটছে, এবং তারা সাময়িকভাবে কিছু এলাকায় পিছু হটতে বাধ্য হচ্ছে।


তথ্যসূত্র:
1. Palestinian Resistance strikes Israeli vehicles, records casualties
– https://tinyurl.com/57j388vj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় আফগান দূতাবাসে প্রথমবারের মত ইমারতে ইসলামিয়ার সাদা পতাকা উত্তোলন
পরবর্তী নিবন্ধগাজায় আগ্রাসন চালাতে গিয়ে আরও এক দখলদার সেনা নিহত