গাজায় আগ্রাসন চালাতে গিয়ে আরও এক দখলদার সেনা নিহত

0
54

ফিলিস্তিনের গাজায় আরও এক দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ৪ জুলাই, শুক্রবার আইডিএফ এ তথ্য স্বীকার করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ৩ জুলাই, বৃহস্পতিবার রাতে উত্তর গাজায় ১৯ বছর বয়সী সার্জেন্ট ইয়ার এলিয়াহু নিহত হয়েছে। সে নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক। এজার সম্প্রদায়ের লোক ছিল এলিয়াহু।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর ৮৮০ সদস্য নিহত হয়েছে। জুন মাসে বিষয়টি নিশ্চিত করে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে আইডিএফ। এ তালিকায় জুলাই মাসে নিহতদের সংখ্যা অন্তর্ভূক্ত নেই।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩২৯ জন প্রাণ হারায় ৭ অক্টোবর আকস্মিক হামলার দিনই। এরপর গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাতে গিয়ে আরও অন্তত ৪৩৬ সেনা নিহত হয়।

এ ছাড়াও, ইসরায়েলি পুলিশের প্রকাশিত পৃথক তালিকা অনুযায়ী, গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে পুলিশের ৫৮ সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা ছিল।

আইডিএফ জানায়, লেবাননের সঙ্গে সীমান্ত সংঘর্ষে ইসরায়েলের আরও ৮০ সেনা নিহত হয়। পশ্চিম তীর ও ইসরায়েলের অভ্যন্তরেও সংঘর্ষে ১৭ সেনা প্রাণ হারিয়েছে।

এদিকে ৩ জুলাই, বৃহস্পতিবার রাতে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোলের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যে আঘাত হেনেছে।


তথ্যসূত্র:
1. Israel names soldier killed in northern Gaza
– https://tinyurl.com/8w3ef45s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার ইসরায়েলি বাহিনীর কমান্ড-কন্ট্রোলের সদর দপ্তরে যৌথ হামলা, বিধ্বস্ত ট্যাংক
পরবর্তী নিবন্ধপর্ণোগ্রাফি দেখার নির্দিষ্ট বয়স থাকা উচিত: নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা