সোমালিয়া || মোকোকোরি যুদ্ধে শাবাবের হামলায় অন্তত ৪৮ শত্রু সেনা হতাহত

0
121

সোমালিয়ার মোকোকোরি জেলার উপকণ্ঠে মোগাদিশু বাহিনী ও হারাকাতুশ শাবাবের মধ্যে ভারী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোগাদিশু বাহিনীর অন্তত ১৮ সৈন্য নিহত এবং ৩০ সৈন্য আহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, মধ্য সোমালিয়ার পূর্ব হিরান রাজ্যের মোকোকোরি জেলার উপকণ্ঠে শনিবার ৫ জুলাই ২০২৫ তারিখ, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন ও পশ্চিমা মদদপুষ্ট মোগাদিশু বাহিনীর মধ্যে তীব্র লড়াই সংঘটিত হয়েছে। হারাকাতুশ শাবাব মুজাহিদিন গত৩ জুলাই (বৃহস্পতিবার) জেলাটির গুমারে এবং জাগারে এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর মোগাদিশু বাহিনী ৫ জুলাই (শনিবার) এলাকাগুলো পুনর্দখলের চেষ্টা করলে এই সংঘর্ষ শুরু হয়।

মোগাদিশু বাহিনী এদিন এলাকাগুলো পুনর্দখলের লক্ষ্যে একে একে ৫ বার সামরিক আগ্রাসন চালায়। মোগাদিশু বাহিনীর এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা ভারী পাল্টা আক্রমণ চালান। এতে জেলা শহরের উপকণ্ঠে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় এবং মোগাদিশু বাহিনী প্রতিবারই পরাজয়ের শিকার হয়।

মোকোকোরি জেলার উপকণ্ঠে ৫ জুলাই (শনিবার) সংঘটিত এই যুদ্ধে মুজাহিদদের হাতে মোগাদিশু বাহিনীর অন্তত ১৮ সৈন্য নিহত হয়, যাদের মধ্যে ১৩ সৈন্যের মৃতদেহ যুদ্ধক্ষেত্রে ফেলে রেখেই অন্য সৈন্যরা জীবন বাঁচাতে পালিয়ে যায়। এসময় মোগাদিশু বাহিনীর আরও ৩০ এরও বেশি সৈন্য আহত হয়।

অন্যদিকে, মোগাদিশু বাহিনীর এই পরাজয় ও পলায়নের পর মোকোকোরি জেলার যেসব এলাকায় ৫ জুলাই লড়াই হয়েছে, সেখানকার পরিস্থিতি স্থিতিশীল এবং এলাকাগুলি আশ-শাবাব মুজাহিদিনের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পরাজিত মোগাদিশু বাহিনী মোকোকোরি জেলা শহরে আশ্রয় নিয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/mvbz29r2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজারে একটি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম মুজাহিদিন: হতাহত ২৫ এরও বেশি
পরবর্তী নিবন্ধগাজায় দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল, এক দিনে শহীদ ৭৮