সেচ সম্প্রসারণের লক্ষ্যে আফগানিস্তানের গজনী প্রদেশে সুলতান বাঁধ রক্ষণাবেক্ষণ প্রকল্প উদ্বোধন

0
40

গত ৫ জুলাই আফগানিস্তানের গজনী প্রদেশে অবস্থিত সুলতান বাঁধ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ প্রকল্প উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়ার জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়। প্রকল্পটি সম্পাদনে ১০ কোটি ৯০ লক্ষ আফগানি’র অধিক বাজেট নির্ধারিত হয়েছে।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার জ্বালানী ও পানি সম্পদ মন্ত্রী আবদুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ, প্রাদেশিক গভর্নর এবং অন্যান্য গণ্যমান্য কর্মকর্তাগণ। উক্ত অঞ্চলে পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের জন্য সুলতান বাঁধের গুরুত্ব অনস্বীকার্য বলে বর্ণনা করেছেন মন্ত্রী মনসুর হাফিযাহুল্লাহ।

এটি বাস্তবায়িত হলে সুলতান বাঁধের উচ্চতা ৩৫ মিটার থেকে ৩৭.৫ মিটারে উন্নীত হবে। ফলে এর পানি ধারণ সক্ষমতা ৯০ লক্ষ থেকে ১ কোটি ৩০ লক্ষ কিউবিক মিটারে বর্ধিত হবে। এই বর্ধন প্রদেশের প্রায় ১০ হাজার হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Ghazni’s Sultan Dam maintenance project inaugurated
– https://tinyurl.com/vn4fx6es

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে শরিয়াহ আইনের অধীনে দুর্নীতিমুক্ত ও দ্রুত ন্যায় বিচার পাচ্ছে জনগণ
পরবর্তী নিবন্ধপরবর্তী ইসিও শীর্ষ সম্মেলন কাবুলে আয়োজন করার আহ্বান মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ’র