যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

0
57

অতি ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। ৬ জুলাই, রোববার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভয়াবহ বন্যায় নিহতদের মধ্যে কের শহরে ৪৩ জন, ট্র্যাভিস শহরে চারজন এবং এবং বার্নেট শহরে তিনজন রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, এখনও শত উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, ৩৬ ঘণ্টা হয়ে গেলেও এখনও সামার ক্যাম্পের ২৭ জন শিশু নিখোঁজ রয়েছে। কয়েকটি পরিবার ইতোমধ্যে তার স্বজনদের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। এখন পর্যন্ত ৮৫০ জন মানুষকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ওই এলাকার অন্যান্য কাউন্টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি) উত্তর-পশ্চিমে অবস্থিত এ এলাকায় বজ্রসহ ভারি বৃষ্টি হয়েছে।

কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস সাংবাদিকদের জানায়, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাননি তারা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর পানি বিপৎসীমার ওপরে চলে যায়। পুরো ঘটনাটি দুই ঘণ্টারও কম সময়ে ঘটেছে। এত দ্রুত বন্যা হয়েছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি।


তথ্যসূত্র:
1. Texas floods death toll rises to 50 as desperate search continues for over 20 girls from camp
– https://tinyurl.com/4xkdjcj9
2. Death toll rises to around 50 in Texas floods as rescuers scour for missing
– https://tinyurl.com/5dmrvhmu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে আরও এক মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত
পরবর্তী নিবন্ধআফগানিস্তানজুড়ে বিগত ১ বছরে ৩৭০টি মেগাপ্রকল্প ও ৮৭৩টি ছোট উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন