বৈষম্যবিরোধী দুই ছাত্র নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ; অডিও ভাইরাল

0
48

খুলনায় একটি মেলাকে কেন্দ্র করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী ও খুলনা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে। অভিযুক্তরা হল- জহুরুল ইসলাম তানভীর ও সাজ্জাদুল ইসলাম আজাদ। রবিবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

জহুরুল ইসলাম তানভীর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং সাজ্জাদুল ইসলাম আজাদ গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী। তারা যথাক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সদস্য সচিব ও মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে।

জানা যায়, মেলার আয়োজক বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্টের সত্ত্বাধিকারী মন্টুর কাছে চাঁদা দাবি করা হয়। ১ মিনিট ৩৬ সেকেন্ডের এই কল রেকর্ডে আয়োজকের সঙ্গে কথোপকথনে চাঁদার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। ফাঁস হওয়া অডিও রেকর্ডে সাজ্জাদুল ইসলাম আজাদকে আয়োজকের কাছে ১০ টাকা দাবি করতে শোনা যায়। তবে নেটিজেনদের ধারণা, এখানে ‘১০ টাকা’ বলতে তিনি ১০ লাখ টাকা বুঝিয়েছেন। কল রেকর্ডে আয়োজক মন্টু বলে, ‌আমার কাছে দুই লাখ টাকা রেডি আছে, বললে এখনই দিয়ে যাবো।’ জবাবে আজাদ বলে, ‘আমি পারবো সবাইকে ঠান্ডা করতে এ টু জেড কেউ মেলার দিকে তাকাবে না যদি ১০ টাকা দেন। আর না দিলে আজ এ গ্রুপ যাবে, কাল আরেক গ্রুপ যাবে, আপনি কয়জনকে ঠান্ডা করবেন?’

এ সময় মন্টু বলে, ‘আমার দ্বারা তো সবাইকে ঠান্ডা করা সম্ভব না।’ আজাদ জবাবে বলে, ‘আপনার পুলিশ কমিশনারও ঠান্ডা করতে পারবে না, বলে দিয়েন তারে।’

এ বিষয়ে আয়োজক মন্টু বলেন, ‘রেকর্ডিংয়ে আমার কণ্ঠই শোনা যাচ্ছে। সব সত্যি। তারা চাঁদা দাবি করেছে এবং আমার কাছ থেকে নিয়েছেও।’


তথ্যসূত্র:
১.১০ লাখ চাঁদা দাবির অভিযোগ বৈষম্যবিরোধী দুই নেতার বিরুদ্ধে, অডিও ফাঁস
-https://tinyurl.com/3e5cfmvb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৪ ব্যাংকে ডিজিএফআইয়ের সাবেক ডিজির অবৈধ ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ
পরবর্তী নিবন্ধস্মৃতিতে জুলাই অভ্যুত্থান:ম্যাজিস্ট্রেটের নির্দেশে গাড়ি তুলে দিয়ে হত্যা করা হয় কলেজছাত্র সৌরভকে