
উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে প্রতিরোধ যোদ্ধাদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ দখলদার ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ৭ জুলাই, সোমবার রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা বিস্ফোরণ এই হতাহতের ঘটনা ঘটে।
দখলদার ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে, সোমবার রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে প্রতিরোধ যোদ্ধাদের বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছে। নিহত দুই সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে।
দুজন সেনা হল- স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা। তারা দুজনই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিল।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হয়। এ সময় দখলদার সৈন্যরা হেঁটে অভিযান করছিল, কোনো গাড়িতে ছিল না।
হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় দখলদার সৈন্যদের উপর আক্রমন চালায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। অভিযানের আগে এলাকাটিতে বর্বর বিমান হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। কিন্তু তারপরও প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলার শিকার হয় তারা।
গাজায় ইসরায়েলি আগ্রাসন যতই তীব্র হোক না কেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা পাল্টা প্রতিরোধ অব্যাহত রেখেছে। বেইত হানুনের এই বিস্ফোরণ ও পরবর্তী হামলা প্রমাণ করে যে, দখলদার বাহিনীর জন্য গাজার প্রতিটি ইঞ্চি এখন অনিরাপদ। টানা বিমান হামলা ও স্থল অভিযানের মাঝেও প্রতিরোধ যোদ্ধারা যেভাবে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে, তা ইসরায়েলি বাহিনীর কৌশলগত দুর্বলতা ও ফিলিস্তিনিদের প্রতিরোধ সক্ষমতাকে স্পষ্ট করে তুলেছে।
তথ্যসূত্র:
1. 5 Israeli soldiers killed in northern Gaza and 18 Palestinians dead in Israeli strikes
– https://tinyurl.com/2f2mm6r2
2. 5 IDF soldiers killed, 14 injured by roadside bomb in northern Gaza
– https://tinyurl.com/4duevdds