
ফেনীতে দু’দিনের অতি ভারী বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের পানির চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাঁচটি স্থান ভাঙন দেখা দিয়েছে। এতে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (০৮ জুলাই) দিনভর টানা বর্ষণে ফেনী শহরের বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে গেছে। নিচু এলাকার দোকানপাট, বাসা-বাড়িতেও ঢুকছে পানি।
সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জঙ্গলঘোনায় দু’টি স্থান, গদানগরে, দেড়পাড়া, সাহেবনগরসহ পাঁচটি স্থানে ভাঙ্গন হয়েছে।
এদিকে অতি ভারী বৃষ্টিতে শহরের বেশিভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, শান্তি কোম্পানি সড়ক, পাঠানবাড়ি সড়ক, একাডেমি, মাস্টারপাড়া, সহদেবপুর, পুরাতন পুলিশ কোয়াটার, মিজান পাড়া, বিরিঞ্চি, বারাহিপুর এলাকায় দুই থেকে চার ফুট পর্যন্ত পানিতে ডুবে গেছে।
তথ্যসূত্র:
১.ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫ স্থানে ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত
-https://tinyurl.com/2vw5v3w9