দখলদার ইসরায়েলি বাহিনীতে মানসিক বিপর্যয় চরমে, আত্মহত্যার সংখ্যা বেড়ে ৪৩

0
49

গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের মধ্যে মারাত্মক মানসিক বিপর্যয়ের সৃষ্টি করছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অন্তত ৪৩ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে বলে স্বীকার করেছে দেশটির সামরিক সূত্র। যুদ্ধের মানসিক যন্ত্রণা এবং পিটিএসডি-তে (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) ভুগে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত বছরের ৭ অক্টোবর, আল-আকসা স্টর্ম অভিযান শুরুর পর থেকেই দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার হার বাড়তে থাকে। সর্বশেষ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ২৪ বছর বয়সী সেনা ড্যানিয়েল এডরি-র ক্ষেত্রে, যে লেবানন ও গাজা সীমান্ত থেকে নিহত সেনাদের মৃতদেহ পরিবহনের দায়িত্বে ছিল। মানসিক ট্রমার কারণেই সে আত্মহত্যা করে বলে জানানো হয়েছে।

ইসরায়েলি দৈনিক হারেটজ-এর এক প্রতিবেদনে জানানো হয়, জনবল সংকটের কারণে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে মানসিক রোগে আক্রান্ত রিজার্ভ সেনাদের গাজায় পাঠাচ্ছে। এক সামরিক কমান্ডার জানায়, ‘আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। মানসিক চিকিৎসাধীন ব্যক্তিদেরও যুদ্ধে নামাতে হচ্ছে।’

সে আরও জানায়, হাজার হাজার রিজার্ভ সেনা গাজা যুদ্ধে অংশ নিয়ে চরম মানসিক অবসাদ ও বিকারগ্রস্ততায় ভুগছে।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, ৭ অক্টোবরের পর থেকে ৯,০০০ ইসরায়েলি সেনা মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছে। তবে সেনাবাহিনী এ বিষয়ে কোনো বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ না করলেও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অনেক সেনার মরদেহ সামরিক সম্মান ছাড়াই দাফন করা হচ্ছে।

এক সেনা জানিয়েছে, তাদের সামনে কমান্ডাররা এখন দুইটি বিকল্প রাখছে— আত্মহত্যা বা পালিয়ে যাওয়া।

ইসরায়েলের রাষ্ট্রীয় টিভি চ্যানেল কান ১১ জানায়, পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীতে ৮০০ মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে এবং মনোসামাজিক কাউন্সেলিং সেন্টার খোলা হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা নিউজ জানায়, ইসরায়েলি সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ মন্তব্য করেছে, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাদের খান ইউনিস ও জেনিনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, অথচ হারেদি (অর্থোডক্স ইহুদি) ইহুদিদের সেনাবাহিনীতে যোগদানে বাধা দিচ্ছে।’

ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান অভিগদোর লিবারম্যান বলেছে, ‘গত কয়েক মাসে যারা নিহত হয়েছে, তারা মূলত ক্ষমতাসীন জোট রক্ষার বলি।’ সে আরও জানায়, ‘সরকার বন্দিবিনিময় চুক্তি আটকে দিচ্ছে।’

গাজা যুদ্ধ শুধু রণক্ষেত্রে নয়, ইসরায়েলি সেনাদের মনোজগতে ভয়াবহ ক্ষত তৈরি করেছে। আত্মহত্যা, মানসিক রোগ আর হতাশার এই ঢেউ এখন পুরো সেনাবাহিনীর জন্যই বড় এক সংকটে পরিণত হয়েছে।


তথ্যসূত্র:
1. Israeli soldier who fought in Gaza, Lebanon commits suicide inside his car
-https://tinyurl.com/y9fb3vzh
2. 43 Israeli soldiers commit suicide since October 7, 2023
-https://tinyurl.com/mprjzpb3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সেনা সদর দফতর লক্ষ্য করে ইত্তেহাদুল মুজাহিদিনের ইস্তেশহাদী হামলা: নিহত অন্তত ২২ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধস্মৃতিতে জুলাই অভ্যুত্থান; নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয় রবিনকে