বাড়ছে তিস্তার পানি: উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা

0
58

দেশের দক্ষিণের জেলা ফেনী ও নোয়াখালীতে যখন বন্যা পরিস্থিতি বিরাজ করছে তখন উত্তরাঞ্চলেও বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বন্যা সতর্কবার্তায় এ কথা জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, তিস্তার পানি বেড়ে গেলে উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া বার্তায় বলা হয়, ফেনী জেলার সেলোনিয়া নদীর পানি সমতল এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই জেলার মুহুরী ও সেলোনিয়া নদীর পানি আগামী ৭২ ঘণ্টায় কমতে পারে এবং এই সময়ের মাঝে ফেনীর বন্যা পরিস্থিতিও উন্নতি লাভ করতে পারে।

এদিকে সিলেটে সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও কুশিয়ারা নদীর পানি সমতলে বাড়ছে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী দুদিন কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে আগামী তিন দিন সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

এছাড়া গঙ্গা ও পদ্মার পানি সমতলে বাড়ছে; যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে নদীসমূহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।


তথ্যসূত্র:
১.বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হতে পারে উত্তরের নিম্নাঞ্চল
-https://tinyurl.com/nb79e663

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুতে ইস্তেশহাদী হামলায় ৬ পশ্চিমা কর্মকর্তা সহ ৪১ শত্রু সেনা হতাহত: শাবাব মুখপাত্র
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || মুহাররম ২য় সপ্তাহ, ১৪৪৭ হিজরি ||