
ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে সৈন্যদের একটি সামরিক গাড়িতে আইইডি বিস্ফোরণের ঘটনায় এক সৈন্য নিহত এবং অপর এক সৈন্য আহত হয়েছে।
আল-মালাহিম মিডিয়ার তথ্যমতে, গত ১০ জুলাই (বৃহস্পতিবার), ইয়েমেনের শাবওয়া রাজ্যের আল-মুসাইনা এলাকায় একটি সফল হামলা চালিয়েছেন আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা। এদিন ভোরে সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে সৈন্যদের একটি সামরিক টহল দলকে টার্গেট করে উক্ত হামলাটি চালানো হয়। এই হামলায় মুজাহিদিনরা রাস্তার পাশে একটি শক্তিশালী মাইন (বিস্ফোরক) ব্যবহার করেন। এতে আল-মুসাইনা এলাকায় রাস্তা অতিক্রমকালে শত্রু সামরিক টহল দলের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ফলশ্রুতিতে এক ভাড়াটে সৈন্য নিহত এবং অপর এক সৈন্য গুরুতর আহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/yzzums7x