গাজায় শিশুসহ ৭৮ ফিলিস্তিনিকে শহীদ করল দখলদার ইসরায়েল

0
27

ফিলিস্তিনের গাজায় এখনো নৃশংসতা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। অবরুদ্ধ অঞ্চলটিতে হামলা চালিয়ে ত্রাণপ্রার্থী শিশুসহ অন্তত ৭৮ ফিলিস্তিনিকে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। দখলদারদের অবরোধে গাজায় জ্বালানি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে গাজায়। এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৪ জুলাই, সোমবার সকালে দক্ষিণ গাজার রাফায় একটি সরকারি খাদ্য সহায়তা কেন্দ্রের কাছে বর্বর ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন শহীদ হন। হতাহতরা সবাই ত্রাণ নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

ওয়াফা আরও জানায়, গত দুই মাসে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর আশপাশে ত্রাণ নিতে গিয়ে হামলায় শহীদ হয়েছেন অন্তত ৮৩৮ জন ফিলিস্তিনি।

সোমবারই খান ইউনিসের একটি বাস্তুচ্যুত শরণার্থী শিবিরে বিমান হামলায় প্রাণ হারান আরও নয়জন, আহত হন অনেকে। একই দিনে মধ্য গাজার বুরেইজ শিবিরেও ইসরায়েলি হামলায় শহীদ হন চারজন।

উত্তর গাজা ও গাজা শহরেও হামলার মাত্রা বাড়িয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। তুফাহ এবং শুজাইয়া পাড়ার আশেপাশে ব্যাপক বিমান হামলা চালিয়ে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এসব হামলায় গাজা শহরে অন্তত শহীদ হয়েছেন ২৪ ফিলিস্তিনি। হতাহত মানুষের চিকিৎসার দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপরও নৃশংসতা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত শহীদ হয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা বলা হলেও, বাস্তবতা হচ্ছে মাটিতে প্রতিদিন আরও বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছেন এবং মানবিক বিপর্যয় আরও তীব্র হচ্ছে।


তথ্যসূত্র:
1 Israel bombards Gaza, killing 78, as truce talks stall
– https://tinyurl.com/t539nxst

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে আরও ৫৫০ সেনা সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় একদিনেই শহীদ দুই সাংবাদিক