লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় ৭ সিরীয়সহ নিহত ১২

0
53

১৫ জুলাই, মঙ্গলবার লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে বর্বর ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সাতজন সিরীয় নাগরিক, যারা বালবেকের ওয়াদি ফারাআ শহরের একটি সিরীয় শরণার্থী শিবিরে বসবাস করছিলেন। মূলত বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল ওই শরণার্থী শিবিরটি।

এছাড়াও বালবেকের শুমস্তার শহরের উপকণ্ঠ এবং ওয়াদি উম আলি এলাকায়ও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অনেক বেসামরিক মানুষ হতাহতের শিকার হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত সংঘর্ষ পুরোপুরি যুদ্ধের রূপ নেয়। এরপর নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল প্রতিদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল অন্তত তিন হাজারবার এ চুক্তি লঙ্ঘন করেছে। এসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৩৬ জন নিহত ও ৫৪০ জনের বেশি আহত হয়েছেন।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, দখলদার ইসরায়েলের ২৬ জানুয়ারির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে তেল আবিব ওই সময়সীমা মানেনি এবং পরে সেই সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু সেই সময়সীমাও অতিক্রম হয়ে যাওয়ার পরও এখনো সন্ত্রাসী ইসরায়েল লেবাননের সীমান্তবর্তী অন্তত পাঁচটি সামরিক চৌকিতে অবস্থান করছে।


তথ্যসূত্র:
1. 12 killed, 8 injured as Israeli jets stage airstrikes in Lebanon’s Baalbek despite ceasefire
– https://tinyurl.com/4usrsz49
2. Israeli strikes kill 12 in Lebanon’s Bekaa Valley, governor says
– https://tinyurl.com/4455u79m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি গণহত্যায় শহীদ আরও ৯৩ জন
পরবর্তী নিবন্ধএনসিপি নেতা-কর্মীদের গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি